রাজশাহীর গোদাগাড়ী এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ সাতজন দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, গোদাগাড়ী উপজেলার সহাপানিয়া গ্রামের জলাশ্বরী (৩৫), মাটিকাটা গ্রামের রাজিকুল (৬৫), নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হাজরা পুকুর গ্রামের একরামুল (৫৪), একই উপজেলার পুড়াপাড়া গ্রামের রনি (২৫), চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ এলাকার হামিম (২০)।
তা ছাড়া তানোর উপজেলার বৈদ্যপুর গ্রামের সখিনা (৩৫) ও গোদাগাড়ী পৌরসভার ফাজিলুপুর গ্রামের রায়হান প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের সিনিয়র নার্স আব্দুস সালাম জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় পার্কের সামনে এক বেলুন বিক্রেতা সিলিন্ডারে থাকা হিলিয়াম গ্যাস বেলুনে ভরছিলেন। সেই সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হলে বেলুন বিক্রেতাসহ পাঁচজন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের সবাইকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের (রামেক) মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে রায় বলেন, আহত সবাইকে বার্ন ইউনিটের ২৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। প্রত্যেকের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। তবে তাদের শারীরিক অবস্থার ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন