মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০২:২২ এএম

ওমরাহ করতে গেলেন পপি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০২:২২ এএম

ওমরাহ করতে গেলেন পপি

করোনার পর থেকে প্রেক্ষাগৃহ কিংবা কোনো প্রকার মিডিয়ার সামনে নেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। গত ফেব্রুয়ারিতে দীর্ঘদিন অন্তরালে থাকার পর দৈনিক রূপালী বাংলাদেশকে জানান, তিনি ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে বিয়ে করেছেন। তাদের আয়াত নামের এক পুত্রসন্তান রয়েছে। আপাতত সংসার নিয়েই ব্যস্ত থাকতে চান এই অভিনেত্রী।

সম্প্রতি পপি সপরিবারে ওমরাহ পালনে সৌদি আরব গিয়েছেন। এ তথ্য রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

পপি বলেন, ‘আমরা পুরো পরিবার ওমরা হজে বর্তমানে সৌদি আরবে রয়েছি। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন।’

এদিকে, গত শুক্রবার ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পপি অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’নামের নতুন একটি সিনেমাটি। কিন্তু সিনেমার কোনো প্রচারণায় ছিলেন না এই নায়িকা। প্রায় ছয় বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পেল তার কোনো সিনেমা। এর আগে ২০১৯ সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘দ্য ডিরেক্টর’ সিনেমা।

গেল মাসে পপি জানান, প্রযোজক হিসেবে তিনি ফিরছেন। তবে এর আগে ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি মুক্তি পাবে। তিনি সে সিনেমার প্রচারণায় সহায়তা করবেন বলেও তখন জানিয়েছিলেন। এরপর আস্তে ধীরে সিনেমা প্রযোজনার কাজ শুরু করবেন।

সাদেক সিদ্দিকী পরিচালিত সিনেমাটি প্রচারণা ছাড়াই মুক্তি পেয়েছে। যে কারণে অনেকেই পুরোনো সিনেমা মুক্তি পেয়েছে বলে ধারণা করছেন। তা ছাড়া পপির সিনেমাটি মুক্তির দিন মন্দের ভালো চললেও দ্বিতীয় দিন থেকে দর্শকখরায় ভুগতে থাকে অনেক প্রেক্ষাগৃহ। এরই মধ্যে দু-একটি প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি নেমে গেছে বলে জানা গেছে।

পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘আমি পপিকে বারবার ফোন করেছি, সে আশ্বাসও দিয়েছিল প্রচারণায় থাকবেন। কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটি নিয়ে কোনো কাজ করেনি। তবুও আমার কোনো আক্ষেপ নেই। সিনেমাটি আমার, আমি বানিয়েছি, বিনিয়োগও আমার। সব দায়িত্ব আমাকেই নিতে হবে।’

পরিচালক আরও অভিযোগ করেছেন, শুধু পপি নন, সিনেমাটির কোনো শিল্পীই প্রচারণায় নেই। না সরাসরি, না ভার্চুয়ালি। ফলে অনেকটাই নিরবচ্ছিন্ন আলোচনাহীন অবস্থায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

প্রধান চরিত্রে পপি ছাড়াও আছেন আমিন খান, শিরিন শিলা ও মামনুন ইমন। এ সিনেমার মাধ্যমে সাত বছর পর সিনেমা হলে ফিরেছেন আমিন খান। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ফরায়েজী আন্দোলন ১৮৪২’ ছিল তার সর্বশেষ সিনেমা।

পরিচালক বলেন, ‘সিনেমার দুই নায়ক আমিন খান ও ইমন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আরেক নায়িকা শিরিন শিলা দেশে থাকলেও কোনো প্রচারণায় অংশ নেননি। তাই প্রচারণা সম্ভব হয়নি। শিরিন শিলা একা দেশে আছেÑ সে একা কী-ই বা করতে পারে।’

দেশে না থাকলেও সামাজিক মাধ্যমে ভিডিও বার্তা বা পোস্টের মাধ্যমে প্রচারণা চালানো যেত– এমন প্রশ্নে পরিচালক বলেন, ‘কেন তারা সেটাও করছে না, সেটা আমি জানি না। আমি শুধু জানি, সিনেমাটা আমার। তাই সবকিছু আমাকেই করতে হচ্ছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!