মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৪:২৮ এএম

এক যুগ পর চুপিসারে ‘মন যে বোঝে না’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৪:২৮ এএম

এক যুগ পর চুপিসারে ‘মন যে বোঝে না’

২০১৩ সালে গুণী পরিচালক সোহানুর রহমান সোহান ‘লাভলী: মন বোঝে না’ শিরোনামের সিনেমার কাজ শুরু করেছিলেন, এটা ছিল প্রযোজনা প্রতিষ্ঠান দ্য রেইন পিকচার্সের প্রথম সিনেমা। শুটিং শুরু হয়েছিল শ্রীলঙ্কাতে। তবে শুটিং শুরুর পর চিত্রনায়ক আরিফিন শুভ এবং প্রযোজকের সঙ্গে দ্বন্দ্বের কারণে পরিচালক সোহান সিনেমাটি ছেড়ে দেন।

এরপর প্রযোজকের দায়িত্বে থাকা ফয়েজুল ইসলাম শাহিন নিজেই আউটডোরে চিত্রপরিচালক ও চিত্রগ্রাহকের দায়িত্ব পালন করেন। দেশে ফিরে সিনেমার কাজ শেষ করার দায়িত্ব পান শাহাদাৎ হোসেন লিটন, যিনি বিরতি দিয়ে বেশ কয়েক দফায় সিনেমাটির কাজ সম্পন্ন করেন।

২০১৬ সালের দিকে শুটিং শেষের খবরও প্রকাশিত হয়েছিল। এরপর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে আলোর মুখ দেখছে সিনেমাটি। তবে সিনেমার পরিচালক ও প্রযোজকের দায়িত্বে নেই পুরোনো কেউ। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রে দেখা যাচ্ছে, ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন আয়েশা সিদ্দিকা।

দীর্ঘ ১২ বছর পর সিনেমাটি নতুন নামে মুক্তি পেতে চলেছে। শুধু নাম নয়, পাল্টে গেছে প্রযোজনা প্রতিষ্ঠান এবং পরিচালকও। সিনেমার নতুন নাম হয়েছে ‘মন যে বোঝে না’। চুপিসারে সিনেমাটি আগামী শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

সিনেমা মুক্তির খবর জানিয়ে পরিচালক আয়েশা সিদ্দিকা ফেসবুকে লেখেন, ‘ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায়, আয়েশা সিদ্দিকার পরিচালনায় আসছে এক হৃদয়ছোঁয়া রোমান্টিক ও পারিবারিক গল্প ‘মন যে বোঝে না’। মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর। এই সিনেমার প্রতিটি ফ্রেমে আমরা চেষ্টা করেছি সমাজ, জীবন আর মানুষের অনুভূতির গল্প তুলে ধরতে। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের এই যাত্রাকে সার্থক করবে।’

যোগাযোগ করা হলে চলচ্চিত্র পরিচালক শাহাদাৎ হোসেন লিটন জানান, সিনেমার কিছু অংশের কাজ শেষে তিনি সরে আসেন। পরে আয়েশা সিদ্দিকা এটি শেষ করেন। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাইলেন না তিনি।

জানা গেছে, সিনেমার মুক্তির খরব জানে না কেন্দ্রীয় চরিত্রের অভিনয়শিল্পী তমা মির্জা ও আরিফিন শুভ। নায়কের বক্তব্য পাওয়া না গেলেও দৈনিক রূপালী বাংলাদেশকে চিত্রনায়িকা তমা মির্জা বলেন, ‘সিনেমা মুক্তি সামনে রেখে আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি। গণমাধ্যম থেকে মুক্তির খবর জেনেছি। এটি এক যুগ আগের সিনেমা। এই সময়ে সিনেমাটি মুক্তি পাওয়া আমাদের জন্যও বিব্রতকর। কারণ, অনেক আগের সিনেমা। তা ছাড়া প্রচারণা ছাড়াই মুক্তি পাচ্ছে। আমি সিনেমাটির অংশ হিসেবে জানার অধিকার রাখি। পুরোনো সিনেমার এটা সীমা থাকে। এই সিনেমা সেই সীমা অতিক্রম করেছে অনেক আগেই। এক যুগ কম সময় না। তারপরও সিনেমাটির জন্য শুভকামনা থাকবে।’

রোমান্টিক-কমেডি ধাঁচের সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, হাসান মাসুদ, মনিরা মিঠু, চৈতী, কাবিলা প্রমুখ।

আরিফিন শুভ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘নীলচক্র’। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে ‘নূর’ সিনেমাটি। অন্যদিকে, তমা মির্জাকে সর্বশেষ দেখা যায় শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করেন আফরান নিশো।

রূপালী বাংলাদেশ

Link copied!