হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনাল গতকাল সোমবার আকস্মিকভাবে আগুনের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। বিকেল সোয়া ৩টার দিকে বিমানবন্দরের এক নম্বর বহির্গমন টার্মিনাল ভবনে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে উপস্থিত বিদেশগামী যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন। ঘটনার সত্যতা স্বীকার করে বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষের ফায়ার সার্ভিস বিভাগের উপ-প্রধান পরিচালক মো. রফিকুল ইসলাম ও এভিয়েশন সিকিউরিটির (এভসেক) পরিচালক ইফতেখার জাহান রূপালী বাংলাদেশের সঙ্গে কথা বলেছেন।
তারা উভয়েই বলেন, ‘বিমানবন্দরের এক নম্বর বহির্গমন টার্মিনাল এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।’ তাদের ধারণা, কে বা কারা সিগারেটর উচ্ছিষ্ট টার্মিনাল ভবনের দুই দেয়ালের মাঝে ডাস্টবিনে ফেলে দেয়। সেখান থেকেই আগুনের উৎপত্তি হয় এবং তা থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তারা জানান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন