সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৪ কোটি ৪ লাখ টাকার চোরাচালানের মালামাল এবং ইয়াবাসহ এক আসামিকে আটক করেছে। গত ২২ ও ২৩ নভেম্বর তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তপথে এসব অভিযান চালানো হয়। বিজিবির তথ্যমতে, সংগ্রাম, বিছনাকান্দি, কালাইরাগ, সোনালীচেলা ও বাংলাবাজার বিওপির টহলদল পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মহিষ, গরু, পেঁয়াজ, বিড়ি, শীতের কম্বল, বিভিন্ন ফল, পাথর উত্তোলনকারী নৌকা, বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ, চোরাচালানে ব্যবহৃত ট্রাক, মোটরসাইকেল এবং ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করে। এদিকে, শ্রীপুর বিওপির একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় সানগ্লাস, কিটক্যাট চকোলেট এবং চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক আটক করে। সবগুলো অভিযানে জব্দকৃত মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ৪ কোটি ৪ লাখ টাকা।
অভিযান সম্পর্কে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক বলেন, ‘সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সাম্প্রতিক এসব সফল অভিযান পরিচালিত হয়েছে। আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ইয়াবাসহ আটককৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা নিতে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন