বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৪:২৪ এএম

যুক্তরাষ্ট্র-ইউক্রেন আলোচনা 

শান্তিচুক্তিতে নেই কোনো অগ্রগতি

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৪:২৪ এএম

শান্তিচুক্তিতে নেই কোনো অগ্রগতি

‘রাশিয়া ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে চায় না, কিন্তু যদি ইউরোপ শুরু করে, তবে আমরা এখনই প্রস্তুত। ইউরোপ যুদ্ধ শুরু করলে তা এত দ্রুত শেষ হবে যে আলোচনার মতো কাউকে পাওয়া যাবে না। ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউরোপের সঙ্গে যুদ্ধের হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘণ্টা পরই ক্রেমলিনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ইউক্রেনের যুদ্ধ বন্ধে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। খবর রয়টার্স। মঙ্গলবার রাতের কূটনৈতিক বৈঠককে ঘিরে তুলনামূলক হতাশাজনক মূল্যায়ন আসে পুতিনের কাছের এক সহকারীর কাছ থেকে। এর আগে ক্রেমলিনে আলোচনার জন্য স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার পৌঁছালে পুতিন আক্রমণাত্মক সুরে উদ্বোধনী বক্তব্য দেন। সেখানে তিনি ইউক্রেন শান্তি প্রক্রিয়া ব্যাহত করার অভিযোগ তোলেন ইউরোপীয় শক্তিগুলোর বিরুদ্ধে। তার দাবিÑ যুদ্ধে ইতি টানার জন্য যে ‘ইউরোপীয় দাবিগুলো’ উত্থাপন করা হয়েছে, সেগুলো রাশিয়ার জন্য গ্রহণযোগ্য নয়। কোন কোন ইউরোপীয় দাবি গ্রহণযোগ্য নয়Ñ সেটি পুতিন স্পষ্ট করে বলেননি। ইউরোপীয় দেশগুলো সম্পর্কে তিনি আরও বলেন, ‘তারা যুদ্ধের পক্ষেই দাঁড়িয়ে আছে। ‘পুতিন বলেন, ‘ইউরোপ যুক্তরাষ্ট্র প্রশাসনকে ইউক্রেন ইস্যুতে শান্তি অর্জন করতে দিচ্ছে না।’ তিনি আরো বলেন, ‘রাশিয়া ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে চায় না, কিন্তু যদি ইউরোপ শুরু করে, তবে আমরা এখনই প্রস্তুত। ইউরোপ যুদ্ধ শুরু করলে তা এত দ্রুত শেষ হবে যে আলোচনার মতো কাউকে পাওয়া যাবে না।’  ব্ল্যাক সিতে রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’-এর ট্যাঙ্কারের ওপর ইউক্রেনীয় ড্রোন হামলার জবাবে তিনি ইউক্রেনের সমুদ্রপথ বন্ধ করারও হুমকি দেন। পুতিনের এ বক্তব্যের ফলে পাঁচ ঘণ্টার বৈঠকের পরও ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও রাশিয়া।

মস্কোতে মধ্যরাত পেরিয়ে বৈঠক শেষ হলে পুতিনের শীর্ষ উপদেষ্টা ইউরি উসাকভ সাংবাদিকদের বলেন, ‘এখনো কোনো সমঝোতা হয়নি। সামনে প্রচুর কাজ বাকি।’ তিনি জানান, যুক্তরাষ্ট্রের কিছু প্রস্তাবে পুতিন নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। আলোচনার পর উইটকফ মার্কিন দূতাবাসে গিয়ে হোয়াইট হাউজকে ব্রিফ করেন।

উসাকভ বলেন, পুতিন-ট্রাম্প বৈঠকের কোনো পরিকল্পনা আপাতত নেই। তবে আলোচনা ‘গঠনমূলক’ হয়েছে এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার ‘বৃহৎ সুযোগ’ রয়েছে। আলোচনায় রাশিয়ার দাবিকৃত ইউক্রেনের দনবাস অঞ্চল নিয়ে কথাবার্তা হয়। তার ভাষায়, ‘কিছু মার্কিন খসড়া প্রস্তাব মোটামুটি গ্রহণযোগ্য, তবে বিস্তারিত আলোচনার প্রয়োজন। কিছু প্রস্তাবনা আমাদের জন্য গ্রহণযোগ্য নয় তবে কাজ চলতে থাকবে।

মস্কোতে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং মার্কিন আলোচকরা কোনো অগ্রগতি এবং ঐকমত্যে আসতে পারেননি। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে মস্কোতে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং মার্কিন আলোচকরা কোনো অগ্রগতি এবং ঐকমত্যে আসতে পারেননি। রুশ কর্মকর্তারা বলেছেন, বৈঠকটি ‘গঠনমূলক’ হলেও ভূখ-সংক্রান্ত ছাড়ের প্রশ্নে ইউক্রেনের সঙ্গে ‘কোনো সমঝোতা হয়নি’। তবে ক্রেমলিন বলেছে-পুতিন মার্কিন শান্তি প্রস্তাব নাকচ করেছেনÑ এ কথা বলা ‘ভুল’। খবর বিবিসির। এদিকে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ এবং চলমান শান্তি উদ্যোগ নিয়ে স্থানীয় সময় বুধবার (৩ ডিসেম্বর) ব্রাসেলসে বৈঠকে বসছেন ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীরা। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটের নেতারা আশা করছেন, সাম্প্রতিক আলোচনার ভিত্তিতে শান্তি প্রক্রিয়াকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে রুশ প্রেসিডেন্ট  পুতিনের ফলপ্রসূ আলোচনা হলেও, ইউক্রেনীয় ভূখ- নিয়ন্ত্রণের বিষয়ে কোনো আপস করবে না মস্কো। বৈঠক শেষে এমনটাই জানান রুশ পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। তিনি জানান, বিবদমান পক্ষগুলোর মধ্যে কিছু জটিল বিষয়ে এখনও মতপার্থক্য রয়েছে। এছাড়া, মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব মস্কোর জন্য গ্রহণযোগ্য হলেও; ইউরোপীয় দেশগুলোর প্রস্তাব ক্রেমলিনের স্বার্থকে ক্ষুণœ করবে বলেও অভিযোগ উশাকভের।

বড় ধরনের অগ্রগতি ছাড়াই মস্কোতে শেষ হলো পুতিন ও মার্কিন প্রতিনিধিদের ইউক্রেন যুদ্ধবিরতি বৈঠক। আলোচনাকে ফলপ্রসূ বললেও, দখল করা ইউক্রেনীয় ভূখ-ের নিয়ন্ত্রণ ছাড়বে না মস্কো- বৈঠক শেষে এমনটাই জানান রুশ পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। এদিকে, ইউক্রেন যুদ্ধের সমাধান সহজ নয় বলে হোয়াইট হাউজে সাংবাদিকদের জানিয়েছেন ট্রাম্প। তবে আলোচনার মধ্যেও ইউক্রেনের নতুন অঞ্চল দখলের দাবি রুশ বাহিনীর। দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজের মসনদে বসার আগে ট্রাম্পের বক্তব্যের ভিডিও এটি। যেখানে ইউক্রেন যুদ্ধের জন্য তৎকালীন বাইডেন প্রশাসনকে দায়ী করে ক্ষমতায় আসলে দ্রুত সংকট সমাধানের আভাস দিয়েছিলেন তিনি। কিন্তু ট্রাম্পের ক্ষমতা গ্রহণের এক বছর হতে চললেও ইউক্রেন ইস্যুতে কোনো আশার আলো দেখাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউজে জেলেনস্কি-ট্রাম্প একাধিক বৈঠক, কিয়েভের ইউরোপীয় মিত্রদের দেন-দরবার, মস্কোর মন গলাতে আলাস্কায় ট্রাম্প-পুতিন ঐতিহাসিক বৈঠক। কোনো কিছুই থামাতে পারেনি রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলা। সবশেষ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ২৮ দফা শান্তি প্রস্তাব দেন ট্রাম্প।

রূপালী বাংলাদেশ

Link copied!