টেলিভিশন ও করপোরেট শো সঞ্চালনায় ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন হালের গ্ল্যামারাস উপস্থাপিকা মাহমুদা মাহা। বছর কয়েক আগে বড় পর্দায়ও হাজির হয়েছিলেন তিনি। উৎসব উপলক্ষে অভিনয় করেন টেলিভিশন নাটকে। তবে এবার মাহার উচ্ছ্বাস অন্য কারণে। আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া পাকিস্তানের ব্যান্ড দল ‘কাবিশ’র কনসার্ট সঞ্চালনা করতে যাচ্ছেন তিনি। ওয়েভ ফেস্ট সিজন ওয়ান শিরোনামের এ কনসার্টে আরও অংশগ্রহণ করবে শিরোনামহীন ও মেঘদল।
দৈনিক রূপালী বাংলাদেশকে মাহা বলেন, ‘দেশের প্রায় সব কয়টি ব্যান্ডের শো উপস্থাপনা করেছি। জেমসের কনসার্ট সঞ্চালনার ইচ্ছে ছিল। সেটিও পূরণ হয়েছে। এখন দেশের বাইরের ব্যান্ডগুলোর শো সঞ্চালনা শুরু করেছি। আগামীকাল আমার প্রিয় ব্যান্ড দল ‘কাবিশ’র শো উপস্থাপনা করব। তাই ভালো লাগা কাজ করছে।’
জানা গেছে, এসএটিভিতে মাহা ইতোমধ্যে নতুন একটি শো সঞ্চালনা শুরু করেছেন। বিভিন্ন ব্যান্ডের সরাসরি গান সম্প্রচারের এ অনুষ্ঠান আগে উপস্থাপনা করতেন নুসরাত ফারিয়া। এ নিয়ে মাহা বলেন, ‘এসএটিভির এ লাইভ ব্যান্ড মিউজিকের শো প্রায় ৭ বছর পর শুরু হয়েছে। আমি নিজেও ব্যান্ড মিউজিক বেশ পছন্দ করি। দর্শকও পছন্দ করছে।’
একুশে টেলিভিশনের আলোচিত পডকাস্ট ‘আয়না’ উপস্থাপনা করছেন মাহা। এটি নিয়ে শুরুতে সমালোচনা হলেও বর্তমানে মাহার উপস্থাপনা আলো ছড়াচ্ছে। মাহা জানিয়েছেন অতিথিকে ভাইরাল প্রশ্ন করার বিষয়ে কোনো চাপ তাকে দেওয়া হচ্ছে না। তিনি তার মতো মার্জিত প্রশ্ন করেই দর্শকের ভালোবাসা অর্জন করছেন।
এ ছাড়াও মাহা একুশে টিভি, এটিএন বাংলা ও নাগরিক টিভিতে নিয়মিত শো করছেন। কয়েকটি নাটকের শুটিং শেষ করে রেখেছেন। শিগগিরই সেগুলো প্রচার হবে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন