ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫

৭.৪ মাত্রাসহ পাঁচটি ভূমিকম্পে কাঁপল রাশিয়া! সুনামি সতর্কতা

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৪:০২ এএম

এক ঘণ্টার ব্যবধানে পাঁচবার কেঁপে উঠল রাশিয়ার কামচাটকার পূর্ব উপকূল। প্রথমে দু’টি জোরালো ভূমিকম্প। তার পরে আরও তিনবার কম্পন। প্রতি ক্ষেত্রে কম্পনের মাত্রা ছিল ৬-এর বেশি।

সবচেয়ে জোরালো কম্পনটির মাত্রা ছিল ৭.৪। রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪, যা ভূমিধস ও সুনামির মতো প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা তৈরি করেছে। এর পরপরই অঞ্চলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

রোববার (২০ জুলাই) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে মাত্র ৩২ মিনিটের ব্যবধানে পরপর তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ওই তিনটি ভূমিকম্পের মধ্যে একটি ছিল ৭.৪ মাত্রার, আর বাকি দুটি ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৬.৭।

এর আগে একই এলাকায় আরও একটি ৫.০ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। ফলে সুনামির আশঙ্কা বৃদ্ধি পায় এবং উপকূলবর্তী এলাকাগুলোতে সতর্কতা জারি করে স্থানীয় প্রশাসন। জার্মান ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা জিএফজেডও নিশ্চিত করেছে যে কামচাটকার পূর্বাঞ্চলে অন্তত একটি ৬.৭ মাত্রার ভূমিকম্প রোববার রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহরের উপকূলবর্তী এলাকায়। এটি কামচাটকা অঞ্চলের একটি প্রধান বন্দর ও প্রশাসনিক কেন্দ্র, যেখানে এক লাখ ৬৩ হাজারেরও বেশি মানুষের বসবাস।