বঙ্গোপসাগরে মাত্র দেড় ঘণ্টার মধ্যে পরপর চারটি ভূমিকম্প অনুভূত হয়। গত মঙ্গলবার রাতে ভূমিকম্পগুলো আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় মঙ্গলবার রাত পৌনে ১০টা নাগাদ। এর কেন্দ্র ছিল আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ২৭৫ কিলোমিটার দূরে সমুদ্রতলের ১০ কিলোমিটার গভীরে। সেটা ছিল ৫ মাত্রার ভূমিকম্প।
এরপর কাছাকাছি এলাকায় আরও তিনটি ভূমিকম্প হয়েছে। সেগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৫, ৪.৯ ও ৪.৬। সর্বশেষ ভূমিকম্পটি ঘটে রাত সোয়া ১১টার দিকে। তবে এসব ভূমিকম্পে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এ ছাড়া কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রাত পৌনে ১০টা নাগাদ প্রথম কম্পন রেকর্ড করা হয়। সর্বশেষ ভূমিকম্পটি ঘটেছে রাত সোয়া ১১টার দিকে।
প্রতিটি ভূকম্পের মাত্রা ছিল চারের ওপরে। আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ২৭৫ কিলোমিটার দূরে এবং সমুদ্রতলের ১০ কিলোমিটার গভীরের একটি কম্পনের মাত্রা ছিল ৫। রিখটার স্কেলে রেকর্ড করা অন্যান্য কম্পনের মাত্রা ছিল ৫, ৪.৯ ও ৪.৬। আর এসব ঘটে দেড় ঘণ্টা সময়ের মধ্যে। পরে বুধবার রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে ৪ মিটার (১৩ ফুট) পর্যন্ত সুনামি সৃষ্টি হয়েছে। রাশিয়া ছাড়াও জাপানে সুনামি আঘাত হেনেছে।