গ্রাহকরা যেন সুদবিহীন কিস্তির মাধ্যমে সেরা ব্র্যান্ডের অফিসিয়াল স্মার্টফোন কিনতে পারেন এ জন্য ইস্টার্ন ব্যাংক পিএলসির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। ক্যাম্পেইনটির আওতায় ২৪ মাস পর্যন্ত সুদবিহীন কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ পাবেন গ্রাহকরা। রাজধানীর জিপি হাউসে সম্প্রতি গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপস মুনিয়া গনি এবং ইবিএলের হেড অব কার্ডস তাসনিম হোসেন এ সমঝোতা স্মারকটি সই করেন।