ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

‍‍`সমন্বয়ক‍‍` পরিচয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০১:৩০ এএম

বরগুনা পৌর শহরের বিবি সড়কে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর নাম জসীম উদ্দিন। তিনি শহরের ওই এলাকায় ‘লেডিস পয়েন্ট’ নামক একটি কাপড়ের দোকানের মালিক। গত শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।


স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, জসীম উদ্দিন তার শিশুসন্তানকে নিয়ে খাবার কিনতে যাওয়ার সময় এক নারী পথচারীর সঙ্গে ধাক্কা লাগলে শিশুটি পড়ে যায়। এরপর জসীমের সঙ্গে ওই নারী ও তার সঙ্গে থাকা আরেক নারীর কথা-কাটাকাটি হয়। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে বিষয়টি সমাধানে বরগুনা বস্ত্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে দুই পক্ষকে ডাকা হয়। সমিতির বৈঠকের সময় ইয়াসমিন তানিয়ার ছেলে সিনহা রহমান, যিনি নিজেকে ‘সমন্বয়ক’ হিসেবে পরিচয় দেন, কয়েকজন সঙ্গীসহ সেখানে উপস্থিত হন। বৈঠকে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি জসীম উদ্দিনকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পরপরই বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আশপাশের দোকানদাররা নিরাপত্তার আশঙ্কায় দোকান বন্ধ করে দেন।


বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, ‘ঘটনার সমাধানে আমরা উভয় পক্ষকে ডেকেছিলাম। কিন্তু বৈঠকের একপর্যায়ে সিনহা রহমান ও তার সঙ্গীরা দোকানে ঢুকে জসীমকে মারধর করেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরে বাজারের সব দোকান বন্ধ করে দেওয়া হয়। সঠিক বিচার না হলে কাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাব।’


অন্যদিকে অভিযুক্ত সিনহা রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ব্যবসায়ী জসীম উদ্দিন আমার মাকে অসম্মানজনক ভাষায় কথা বলেন। আমি তার কলার ধরেছিলাম, ধস্তাধস্তি হয়েছে। তবে তাকে মারধরের অভিযোগ সঠিক নয়।’


এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।