আজ ৪ আগস্ট ২০২৫, সোমবার। হিজরি ২৯ মহররম ১৪৪৭। পবিত্র ইসলাম ধর্মে প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ ইবাদত। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় বিবেচনায় রেখে নির্ধারিত হয় প্রতিটি নামাজের সময়। ঢাকার জন্য আজকের (৪ আগস্ট ২০২৫) নামাজের সময়সূচি নিচে দেওয়া হলো:
ফজর - ভোর ৪টা ০৭ মিনিট
সূর্যোদয় - ভোর ৫টা ২৯ মিনিট
জোহর - দুপুর ১২টা ০৫ মিনিট
আসর - বিকেল ৪টা ৪২ মিনিট
মাগরিব - সন্ধ্যা ৬টা ৩৯ মিনিট
এশা - রাত ৮টা ০১ মিনিট
উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন জেলার ভৌগোলিক অবস্থানের কারণে নামাজের সময় এক জেলা থেকে আরেক জেলায় কিছুটা পার্থক্য হয়ে থাকে। ঢাকার বাইরে অবস্থানরত মুসল্লিদের নিজ নিজ এলাকার সময় অনুযায়ী নামাজ আদায়ের অনুরোধ করা হচ্ছে।
আজকের এই কল্যাণময় দিনে যথাসময়ে নামাজ আদায় করে আত্মিক প্রশান্তি অর্জনের তাগিদ রইল।