ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

কোহলি ও রাজ্জাকের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ খুললেন তামান্না

বিনোদন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৩:৫৯ এএম
দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। ছবি - সংগৃহীত

কখনও কোহলি, কখনও রাজ্জাক-দুই দেশের দুই তারকা ক্রিকেটারের নাম জড়িয়ে বারবার খবরে এসেছেন দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। একসময় অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে প্রেমে ছিলেন, পরে হুট করেই বিচ্ছেদ। সেই সম্পর্ক নিয়ে যতটা না আলোচনা, তার চেয়ে বেশি হয়েছে গুঞ্জন-ভারতীয় ব্যাটিং আইকন বিরাট কোহলি কিংবা পাকিস্তানি সাবেক অলরাউন্ডার আবদুল রাজ্জাককে নাকি তিনি গোপনে বিয়ে করে ফেলেছেন! অবশেষে সব জল্পনায় নিজেই মুখ খুললেন ‘বাহুবলী’ খ্যাত এই অভিনেত্রী।

তামান্না ভাটিয়া। ছবি - সংগৃহীত

একটি গণমাধ্যমকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বিরাট কোহলির সঙ্গে তার প্রেম নিয়ে উঠা প্রশ্নে তামান্না বেশ বিরক্ত প্রতিক্রিয়া জানান। বলেন, ‘আমার খুব খারাপ লাগে। কারণ, ওর সঙ্গে আমার আক্ষরিক অর্থে একবারই দেখা হয়েছিল। ২০১০ সালে একটা বিজ্ঞাপনের শুটিংয়ে দেখা, তারপর আর কখনও কথা হয়নি।’

বিজ্ঞাপনের শুটিংয়ে বিরাট কোহলি ও তামান্না। ছবি -সংগৃহীত

তবে নেট দুনিয়ার মানুষ এত সহজে তো থামে না! সেই বিজ্ঞাপনের একটি ছবি ভাইরাল হতেই তৈরি হয়ে যায় প্রেমের গল্প। তামান্না বলেন, ‘না আমি ওর সঙ্গে কথা বলেছি, না ও আমার সঙ্গে। এরপরও প্রেম, প্রেম-কি যে মজা!’

আরও বড় ধাক্কা ছিল আবদুল রাজ্জাককে নিয়ে রটনা। কয়েক বছর আগে দুজনকে এক গয়নার দোকানে একসঙ্গে দেখা গিয়েছিল। ব্যস! রটতে শুরু করে, তামান্না নাকি গোপনে রাজ্জাককে বিয়েও করেছেন! 

সেই খবর শুনে নাকি হাসতে হাসতে লুটোপুটি খেয়েছিলেন অভিনেত্রী। এখন জানালেন, ‘নেটপাড়া আসলেই মজার! দাবি উঠেছিল আমি নাকি আবদুল রাজ্জাককে বিয়েও করে ফেলেছি!’

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে আব্দুর রাজ্জাকের সঙ্গে তামান্না। ছবি - সংগৃহীত  

রাজ্জাককে উদ্দেশ করে হাতজোড় করেও দুঃখপ্রকাশ করেন তামান্না। বলেছেন, ‘আপনার তো দু–তিনজন সন্তান আছে। এসবের প্রভাব আপনার জীবনে কতটা পড়েছে, ভাবলেই খারাপ লাগে। আমি সত্যিই দুঃখিত, স্যার।’

সবশেষে তামান্না বলেন, ‘এই ধরনের গুজব সত্যিই অদ্ভুত। কোনও সত্যতা ছাড়াই মানুষ গল্প বানিয়ে নেয়। কারও ভাবনা থামানো যায় না। যে যা ইচ্ছে ভাববে। আমি সব কিছু তো নিয়ন্ত্রণ করতে পারি না।’

তামান্না ভাটিয়া। ছবি - সংগৃহীত

তবে এতসব রটনার মাঝেও একটায় নিশ্চিত-তামান্না এখন ‘সিঙ্গেল’। প্রেম, বিয়ে এসব নয়, আপাতত কেরিয়ার আর সিনেমা নিয়েই তার ব্যাটিং চলবে!