খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া এলাকায় আল আমিন (৪০) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৯টার দিকে খানাবাড়ি রাস্তার পাশে তাঁর মরদেহ ফেলে যায় হত্যাকারীরা।
নিহত আল আমিন দৌলতপুরের মহেশ্বরপাশা দিঘীর পূর্বপাড় এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন মাছের ঘের ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঘটনার সময় তিনি কালো রঙের একটি পালসার মোটরসাইকেলে করে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেসময় পল্লবের বাড়ি সংলগ্ন স্থানে একদল দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাঁকে হত্যা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলাকাটা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করে। তাঁর পরনে গেঞ্জি ও গ্যাবার্ডিন প্যান্ট ছিল। মরদেহের পাশে পড়ে ছিল মোটরসাইকেলটি। প্রাথমিকভাবে জানা গেছে, হত্যাকাণ্ডের সময় মোটরসাইকেলটি চলন্ত অবস্থায় ছিল।
ওসি (তদন্ত) আরও জানান, নিহত আল আমিনের বিরুদ্ধে একাধিক মামলা ছিল এবং কিছুদিন আগেই তিনি কারাগার থেকে ছাড়া পান। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরেই তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাতেই খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
তবে ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা মুখ খুলতে চাইছে না বলে জানিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।