কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ওই দম্পতি রাতে বাড়ি ফেরার পথে একদল যুবক তাদের পথরোধ করে। পরে তাদের পার্শ্ববর্তী একটি লিচুবাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বামীকে বেঁধে মারধর করে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করা হয়। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং তাৎক্ষণিক অভিযানে অংশ নিয়ে পাঁচজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেনÑ মসলেমপুর এলাকার কালু প্রামাণিক, ১৬ দাগ এলাকার মুর্শিদ শেখ, টিটু ম-ল, এজাজুল এবং রুবেল আলী। কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মামলা গ্রহণের পর ভুক্তভোগী নারীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।’ এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।