ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

রাশিয়ার দখলে থাকা অঞ্চল ছেড়ে দিতে প্রস্তুত ইউক্রেন!

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ১০:৫৬ পিএম

কয়েক মাস বিলম্বের পর অবশেষে নির্ধারিত হয়েছে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের দিন। হোয়াইট হাউস, ক্রেমলিন কিংবা মধ্যপ্রাচ্যের শহরে নয়, ১৫ আগস্ট (শুক্রবার) বৈঠকটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে। ইউক্রেনে যুদ্ধাপরাধের দায়ে ২০২৩ সালে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। সেই গ্রেপ্তার এড়াতেই বৈঠকের ক্ষেত্রে আলাস্কাকে বেছে নিয়েছেন রুশ প্রেসিডেন্ট এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। এর আগে গ্রেপ্তার এড়াতে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা এবং ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেননি রুশ প্রেসিডেন্ট।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত সম্ভাব্য শান্তিচুক্তিতে রাশিয়া অধিকৃত অঞ্চল ছেড়ে দিতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল মঙ্গলবার ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আলাস্কায় ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মধ্যে উচ্চ-স্তরের বৈঠকের আগে এ প্রস্তাব উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের সমঝোতা প্রস্তাবে ইউক্রেনের আরও ভূখ- ছেড়ে দেওয়ার শর্ত থাকলে জেলেনস্কি ইউরোপীয় নেতাদের তা প্রত্যাখ্যান করতে আহ্বান জানিয়েছেন। তবে রাশিয়াকে তাদের এরই মধ্যে দখল করা কিছু অঞ্চল ধরে রাখার সুযোগ দেওয়া যেতে পারে বলে মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত সম্ভাব্য শান্তিচুক্তিতে রাশিয়া অধিকৃত অঞ্চল ছেড়ে দিতে প্রস্তুত জেলেনস্কি। গতকাল ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফলে যুদ্ধক্ষেত্রের ফ্রন্টলাইন স্থির হয়ে যাবে এবং লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া, খেরসন ও ক্রিমিয়ার নিয়ন্ত্রণ কার্যত মস্কোর হাতে চলে যাবে। আগামী শুক্রবার আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠকের আগে জেলেনস্কির এ নরম অবস্থানকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

এর আগে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছিলেন, কিয়েভের কোনো জমি দখলদারদের হাতে দেওয়া হবে না। এদিকে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলোর নেতারা ট্রাম্প-পুতিনের বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গত সোমবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন, ‘আমার অনেক ভয় এবং অনেক আশা আছে এ বৈঠক নিয়ে।’ তিনি আরও জানান, মার্কিন কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন, ট্রাম্প-পুতিনের মুখোমুখি আলোচনার আগে ইউরোপীয় নেতাদের সঙ্গে পরামর্শ করা হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধবিরতির প্রস্তুতি নয়; বরং ইউক্রেনে নতুন করে হামলা চালানোর জন্য সেনাবাহিনী প্রস্তুত করছেন ভøাদিমির পুতিন। গত সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় জেলেনস্কি এ কথা বলেন। ১৫ আগস্ট আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দেওয়ার কথা রয়েছে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের। জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় গোয়েন্দা ও সামরিক কমান্ডারদের প্রতিবেদন অনুযায়ী, আগামী শুক্রবার ট্রাম্পের সঙ্গে তার বৈঠককে নিজের ব্যক্তিগত বিজয় হিসেবে উপস্থাপন করতে চান পুতিন। এরপর আগের মতোই তিনি যুদ্ধ চালিয়ে যাবেন। জেলেনস্কি বলেন, ‘তিনি (পুতিন) নিশ্চিতভাবেই কোনো যুদ্ধবিরতি বা যুদ্ধের অবসানের প্রস্তুতি নিচ্ছেন না।

বৈঠক যুক্তরাষ্ট্রের অংশ হওয়ায় আলাস্কা আইসিসির গ্রেপ্তারের আওতায় পড়ে না। আলাস্কাকে বেছে নেওয়ার আরেকটি কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, পুতিনের নিরাপত্তায় নিয়োজিত রুশ বাহিনীর সদস্যরা দ্রুতই পৌঁছাতে পারবেন রাশিয়া থেকে ৮৮ কিলোমিটার দূরের রাজ্যটিতে। তা ছাড়া, সীমান্তবর্তী বিগ ডায়ামেড দ্বীপপুঞ্জে সেনা উপস্থিতি বাড়িয়েছে মস্কো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধের অবসান করতে ইউক্রেনকে কিছু অঞ্চল ছেড়ে দিতে হবে। তবে ইউক্রেন এ প্রস্তাব পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। জেলেনস্কি বলেছেন, রাশিয়াকে কোনো ছাড় দিলে তারা যুদ্ধ বন্ধ করবে না। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, ‘রাশিয়া হত্যাকা- বন্ধ করতে অস্বীকার করছে। তাই তাদের কোনো পুরস্কার বা সুবিধা দেওয়া উচিত নয়।’ এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গতকাল বলেছেন, শান্তিচুক্তিতে কিয়েভের সম্মতি থাকা প্রয়োজন। তাদের ওপর শান্তিচুক্তি চাপিয়ে দেওয়া যাবে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ থামাতে ইউক্রেইন ও রাশিয়াকে একে অপরের কাছে কিছু ভূখ- ছেড়ে দিতে হবে।আগামী শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের। সেই বৈঠকে পুতিনের সঙ্গে বিষয়টি নিয়েই কথা বলবেন বলে জানান তিনি। বৈঠকের আলোচনায় সম্ভাব্য একটি চুক্তির দিকে যাওয়ার লক্ষ্য থাকবে জানিয়ে ট্রাম্প বলেছেন, তিনি বোঝার চেষ্টা করবেন, পুতিন একটি চুক্তি করতে ইচ্ছুক কি না।

কোনো অগ্রগতি সম্ভব কি না, দুই মিনিটের আলোচনাতেই তিনি তা বুঝে ফেলতে পারবেন বলেও জানান ট্রাম্প।সোমবার হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি পুতিনকে বলব, এই যুদ্ধ শেষ করতেই হবে। আপনাকে এটি করতেই হবে।”তিনি জানান, ভবিষ্যতে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকও হতে পারে।ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে বৈঠকের পর তিনি ইউরোপীয় নেতাদের সঙ্গেও শিগগির আলোচনা করবেন এবং এর লক্ষ্য থাকবে রক্তক্ষয়ী যুদ্ধের দ্রুত বিরতি। ট্রাম্প এর আগেও যুদ্ধ থামাতে ভূখ- বিনিময় করার কথা বললেও রাশিয়া ও ইউক্রেইনÍদুই পক্ষই তা প্রত্যাখ্যান করেছে। ইউরোপীয় দেশগুলো মনে করে, রাশিয়াকে বড় ধরনের ছাড় দিলে পশ্চিমা দেশগুলোকে ভবিষ্যতে নিরাপত্তা নিয়ে হুমকিতে পড়তে হতে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার এই ফোনালাপের সময় দুজনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা হয়। রাশিয়ার সঙ্গে এই সংঘাত কীভাবে বন্ধ করা যায়, তা নিয়েও কথা বলেছেন তারা।