ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

মুজিব সিনেমা থেকে বাদ পড়ে ‘হাউমাউ করে’ কেঁদেছিলেন বাঁধন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০৫:২৩ পিএম
অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি- সংগৃহীত

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ অভিনয়ের স্বপ্ন ছিল আজমেরী হক বাঁধনের। শুধু স্বপ্নই নয়, দু’বার অডিশনও দিয়েছিলেন তিনি। কিন্তু বড় পরিচালক শ্যাম বেনেগালের বিগ বাজেটের এই ছবিতে জায়গা হয়নি তার। সম্প্রতি এক আলাপচারিতায় বাঁধন জানান, শুধু বাদই পড়েননি, সেই সঙ্গে অপমানের তিরও বিঁধেছিল মনে।

বাদ পড়ার পর যেন বাঁধন ভেঙে পড়েছিলেন পুরোপুরি। তার ভাষায়, ‘আমি তো দু’বার অডিশন দিয়েছিলাম। আমাকে রিজেক্ট করার পর হাউমাউ করে কেঁদেছিলাম।’

 আজমেরী বাঁধন।  ছবি- সংগৃহীত

ট্রেইলার মুক্তির দিনের কথা স্মরণ করে বলেন, ‘যখন ট্রেইলার বের হলো তখন আমার এক কাজিন আছে, খুব ক্লোজ, ওর নাম সামিয়া, ও আমাকে বলছিল, ‘বাঁধন আপু, আল্লাহ তোমার সঙ্গে সবকিছু ভালো করে। তুমি তা জানো।’ আমি তখন বলেছিলাম, ‘আমি জানি’। তখন আমার বোনটা বলে, ‘আল্লাহ বাঁচিয়ে দিয়েছে তোমাকে এই রকম একটা সিনেমায় অভিনয় করো নাই।’ সেটা শুনে আমি অনেক কান্না করেছিলাম।’ 

তবে আক্ষেপের ভাঁজে একফোঁটা স্বস্তিও লুকিয়ে ছিল। তিনি বলেন, ‘কষ্টটা ছিল, ওরা শুধু রিজেক্টই করেনি, বাজেভাবে অপমান করেছিল। পরে যখন ট্রেইলার আর সিনেমা এলো, সবার কথা শুনে মনে হলো কাজটা না করে বরং ভালো হয়েছে। খুশি হয়েছিলাম যে, তারা আমাকে রিজেক্ট করেছিল।’

 আজমেরী হক বাঁধন।  ছবি - সংগৃহীত

সিনেমাটিতে বঙ্গবন্ধুর ভূমিকায় ছিলেন আরিফিন শুভ, আর বেগম ফজিলাতুননেছা মুজিব চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। আরও ছিলেন নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খানসহ অগণিত তারকা। আর তাদের ভিড়ে না থেকেও বাঁধনের এই গল্প এখন গসিপের ডালপালা ছড়িয়ে বেড়াচ্ছে বিনোদনপাড়ায়।