ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ৮ জন বাংলাদেশিকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (১৩ আগস্ট) ভোরে উপজেলার ফকিরগঞ্জ বিওপির সীমান্ত পিলার ৩৪২/এমপি দিয়ে তাদের পুশইন করা হয়। এ সময় তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ, পাঁচ জন নারী ও দুই শিশু রয়েছেন। তারা হলেন: যশোর জেলার কোতয়ালি থানার কোদালে বটতলা গ্রামের মো. হোসেন শেখ (১৩), মো. হাসনেন শেখ (১২), শাবানা শেখ (৪৫), মোছা. মিনু বেগম (৪৮), জামালপুর জেলার মেলানদহ উপজেলার চড়পাড়া গ্রামের মোছা. মনোয়ারা বেগম (৬০), মো. সালমান (২৮), মোছা. আছিয়া (২৫) এবং নেত্রকোনা জেলার আটপাড়া থানার বিষ্ণুপুর গ্রামের মোছা. জোসনা আক্তার (৩১)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিজিবির কাছে স্বীকার করেছেন, ১৫ বছর আগে দালালের মাধ্যমে কাজের সন্ধানে ভারতের মুম্বাইয়ে গিয়েছিলেন। প্রায় ৮-১০ দিন আগে মুম্বাই পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং গত ১২ আগস্ট সীমান্ত এলাকায় নিয়ে আসে।
নাগরিকত্ব যাচাই শেষে আটক ব্যক্তিদের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনাটির প্রতিবাদে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং এসব অপরাধ প্রতিরোধে স্থানীয়দের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।