শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৯:৩০ এএম

‘মৃত’ ভোটারদের সঙ্গে চা খেলেন রাহুল গান্ধী

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৯:৩০ এএম

‘মৃত’ ভোটারদের সঙ্গে চা খেলেন রাহুল গান্ধী

ভারতের বিহার রাজ্যে ভোটার তালিকা থেকে নাম কেটে ‘মৃত’ ঘোষণা করা সাত ব্যক্তির সঙ্গে চা খেয়ে অনন্য এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।  গত বুধবার ওই ‘মৃত’ ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে কৌতুকভরা ভঙ্গিতে বলেন, আমার জীবনে অনেক মজার অভিজ্ঞতা হয়েছে, কিন্তু কখনো ‘মৃত’ মানুষের সঙ্গে চা খাওয়ার অভিজ্ঞতা হয়নি। এই অনন্য অভিজ্ঞতা উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ।

রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগে টুইটার) চার মিনিটের একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি ওই সাতজন ভোটারের কাছ থেকে শুনছেন যে কীভাবে নির্বাচন কমিশন তাদের ‘মেরে ফেলেছে’।

এক ‘মৃত’ ভোটার বলেন, তারা বিষয়টি জানতে পারেন কমিশন ৬৫ লাখ বাদ পড়া নামের খসড়া তালিকা প্রকাশ করার পর। কিন্তু আমি বেঁচে আছি ও ঘোষণা করতে এসেছি যে আমি মৃত নই। ওই ব্যক্তি আরও জানান, তাদের একটি পঞ্চায়েতে অন্তত ৫০ জন আছেন, যাদের নাম তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে, অথচ তারা সবাই জীবিত।

আরেকজন জানান, তারা সবাই বিহারের রাঘোপুর এলাকার বাসিন্দা (যেটি আরজেডি নেতা তেজস্বী যাদবের আসন)। এলাকায় বন্যা পরিস্থিতি থাকায় অনেকে এখনো সভায় আসতে পারেননি। এমনকি, ৮৫ বছর বয়সি এক নারী ভোটারকেও ‘মৃত’ ঘোষণা করা হয়েছে।

এদিন আদালতে শুনানির জন্য সকাল থেকে দীর্ঘ সময় অপেক্ষা করেন ওই ‘মৃত’ ঘোষিত ভোটারদের কয়েকজন। রাহুল গান্ধী তাদের আশ্বাস দেন, তিনি কোনোভাবেই ‘ভোট চুরি’ হতে দেবেন না।

কংগ্রেস পরে ওই সাতজন ‘মৃত’ ভোটারের নাম প্রকাশ করে। তারা হলেনÑ রামিকবাল রায়, হরেন্দ্র রায়, লালমুনি দেবী, বাচিয়া দেবী, লালওয়াতি দেবী, পুনম কুমারি ও মুননা কুমার। তারা সবাই রাঘোপুরের বাসিন্দা।

 

 

রূপালী বাংলাদেশ

Link copied!