রাজধানীর উত্তরার এয়ারপোর্ট রোড এলাকায় অজ্ঞান পার্টির শিকার হয়ে সাজেদুল আলম (৪২) নামে এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সর্বস্ব হারিয়েছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত একটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
ভুক্তভোগী সাজেদুল আলম বনানীর মহাখালী এলাকার খোরশেদ আলমের ছেলে। তিনি ল্যাবএইড হাসপাতালে ক্যানসার রোগীর ওষুধ সরবরাহের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতেন।
ভুক্তভোগীর স্ত্রী সুইটি বেগম জানান, তার স্বামীর মোবাইল ফোনে এক নারী ফোন করে জানায় যে সাজেদুল অসুস্থ হয়ে এয়ারপোর্ট রোডে পড়ে আছেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।
তিনি আরও জানান, প্রতারক চক্র সাজেদুলের কাছে থাকা মূল্যবান ক্যানসারের ওষুধ, মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। ধারণা করা হচ্ছে, প্রতারকরা তাকে অজ্ঞান করার মাধ্যমে এই ঘটনা ঘটিয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘অচেতন অবস্থায় হাসপাতালে আনা হলে তার চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি প্রতারক চক্রের শিকার হয়েছেন। সুস্থ হয়ে উঠলে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন