সামরিক বাহিনীর অবকাঠামোতে হামলার মামলায় জামিন পেয়েছেন কারারুদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ২০২৩ সালের মে মাসে দেশটির সেনাবাহিনীর সদও দপ্তরসহ বিভিন্ন জায়গায় হামলা চালান ইমরানের বিক্ষুব্ধ সমর্থকরা। এরপর তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। বৃহস্পতিবার (২১ আগস্ট) এসব মামলায় তাকে জামিন দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। লাহোর হাইকোর্ট জামিন না দেওয়ার পর হাইকোর্টের দ্বারস্থ হন ইমরান। এরপর সুপ্রিম কোর্ট থেকে আজ এ সিদ্ধান্ত এলো। সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছেন, যদি অন্য আর কোনো মামলা বা আটকাদেশ না থাকে তাহলে তাকে যেন কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু যেহেতু ইমরান দুর্নীতির মামলায় অভিযুক্ত, তাই এখনই তিনি বাইরে বের হতে পারবেন না।
২০২২ সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ৭২ বছর বয়সি ইমরান খান। এরপর ক্ষমতায় বসেন শেহবাজ শরিফ। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক মামলা করে শেহবাজ সরকার। ইমরান খান ছাড়াও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অনেক নেতাকে এমন মামলায় জর্জরিত করা হয়েছে। ২০২৩ সালের মে মাসে ইমরান খানকে স্বল্পসময়ের জন্য গ্রেপ্তার করা হয়েছিল। তখন ক্ষোভে ফুঁসে ওঠেন তার সমর্থকেরা।
সেনাবাহিনী এ গ্রেপ্তারের সঙ্গে জড়িত এমন অভিযোগ তুলে তারা রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তর ছাড়াও আরও কিছু অবকাঠামোতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালান। পাকিস্তানের সুপ্রিম কোর্ট ২০২৩ সালের মে মাসের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া আটটি মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন মঞ্জুর করেছেন। খবর ন্যাশনের। বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ এই আদেশ দেন।
বেঞ্চে বিচারপতি হাসান আজহার রিজভী ও বিচারপতি মুহাম্মদ আলী মাজহারও ছিলেন। আদালত শেষ পর্যন্ত রায় দেন, জামিন শুনানিতে করা পর্যবেক্ষণ কেবল অস্থায়ী এবং চূড়ান্ত বিচারের ওপর কোনো প্রভাব ফেলবে না। উল্লেখ্য, ২০২৩ সালের ৯ মের সহিংসতাসংক্রান্ত মামলাগুলোর মধ্যে লাহোর কর্পস কমান্ডারের বাসভবনে হামলার মামলাও রয়েছে। এসব মামলায় ইমরান খানের জামিন আবেদন ২০২৪ সালের নভেম্বরে লাহোরের একটি সন্ত্রাসবিরোধী আদালত প্রত্যাখ্যান করেন। পরে ২০২৫ সালের ২৪ জুন লাহোর হাইকোর্টও আপিল খারিজ করে দেন। এরপর বিষয়টি সুপ্রিম কোর্টে গড়ায়।
আন্দোলন-সংগ্রামের মধ্যেও পাকিস্তানের আসন্ন উপনির্বাচনে অংশ নেবে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। বুধবার (২০ আগস্ট) গভীর রাতে জরুরি বৈঠকের পর দলটির রাজনৈতিক কমিটি এ ঘোষণা দেয়। বৃহস্পতিবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা নটিভি। দলীয় সূত্র অনুসারে, কমিটির মধ্যে ভোটাভুটি হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।