ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

শিক্ষক নিবন্ধনের উত্তীর্ণদের নতুন নির্দেশনা এনটিআরসিএর

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৯:৫১ এএম
ছবি -সংগৃহীত

অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বৃহস্পতিবার এনটিআরসিএ একটি বিজ্ঞপ্তি দিয়েছে। যেখানে দেওয়া নির্দেশনা ইতোমধ্যে এনটিআরসিএর টেকনিক্যাল সহযোগী প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেডকে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ব্যবস্থাপনায় গৃহীত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র পুনরায় ডাউনলোড-সংশোধন করার জন্য যেসব প্রার্থী আবেদন করেছেন, তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা ডুপ্লিকেট-সংশোধিত ই-প্রত্যয়নপত্র ডাউনলোড করতে পারেননি তাদেরকে ডাউনলোডের সুযোগ দিয়ে সময় বর্ধিত করা হবে। বিষয়টি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।