ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, দোষী সাব্যস্ত মার্কিন নৌসেনা

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৯:০৩ এএম

মার্কিন নৌবাহিনীর সদস্য জিনচাও উই (২৫), যিনি প্যাট্রিক উই নামেও পরিচিত, চীনের এক গোয়েন্দার কাছে সংবেদনশীল সামরিক তথ্য বিক্রির দায়ে গুপ্তচরবৃত্তিসহ ছয়টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। ২০২৩ সালের আগস্টে গ্রেপ্তারের সময় তিনি উভচর আক্রমণকারী জাহাজ ইউএসএস এসেক্সে কর্মরত ছিলেন। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে দেড় বছরে উই চীনা গোয়েন্দার কাছ থেকে ১২ হাজার ডলারের বেশি পেয়েছিলেন।

তিনি ইউএসএস এসেক্স ও অন্যান্য নৌযানের ছবি, ভিডিও, অবস্থান এবং প্রতিরক্ষামূলক অস্ত্র ও ত্রুটিসংক্রান্ত তথ্য সরবরাহ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে চীনা গোয়েন্দা তাকে দলে ভেড়ান, যিনি নিজেকে প্রথমে জাহাজনির্মাণ খাতের একজন নৌপ্রেমিক হিসেবে পরিচয় দিয়েছিলেন। আদালতে উইয়ের ফোনালাপ, ইলেকট্রনিক ও অডিও বার্তা এবং তার মায়ের সঙ্গে কথোপকথনের প্রমাণ উপস্থাপন করা হয়। এক বার্তায় উই তার মাকে লিখেছিলেন, ‘অন্যরা ক্যাব চালাচ্ছে, আর আমি গোপন তথ্য ফাঁস করছি।’ তার মা উত্তরে বলেছিলেন, ‘চমৎকার কাজ।’ উই এনক্রিপটেড অ্যাপ এবং চীনা গোয়েন্দার দেওয়া কম্পিউটার ও ফোন ব্যবহার করতেন। মার্কিন অ্যাটর্নি অ্যাডাম গর্ডন বলেন, ‘অভিযুক্তের কার্যকলাপ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।’ উইয়ের সাজা ১ ডিসেম্বর ঘোষণা হবে, যাতে যাবজ্জীবন কারাদ- হতে পারে।