উইঘুর জনগোষ্ঠীর ওপর চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে অতি দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছে ক্যাম্পেইন ফর উইঘুর (সিএফইউ)। সংগঠনটির দাবি- মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে (সিসিপি) আন্তর্জাতিক অপরাধ করে থাকতে পারে। ওই অঞ্চলে বেইজিং উইঘুর জনগোষ্ঠীকে শুধু উপেক্ষাই করছে না বরং উইঘুর এবং টার্কিক জনগোষ্ঠীর ওপর দমন-পীড়ন বৃদ্ধি করেছে।
সংগঠনটি মনে করে, বেইজিংকে অতি দ্রুত জবাবদিহির আওতায় আনা প্রয়োজন, সেই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় যদি নিস্ক্রিয় থাকে তাহলে এর পরিণতি ভবিষ্যতে ভয়াবহ হতে পারে। উইঘুর নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ৩১ আগস্ট উইঘুর মুসলিমদের নিয়ে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রকাশিত প্রতিবেদনের তৃতীয় বার্ষিকীতে ক্যাম্পেইন ফর উইঘুর (সিএফইউ) এসব আহ্বান জানায়।
২০২২ সালে চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের সঙ্গে চীনা সরকারের আচরণ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ। মুসলিম সংখ্যালঘুদের সঙ্গে চীনের আচরণ সম্ভবত মানবতাবিরোধী অপরাধের শামিল বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার বিশেষ দূত ম্যারি লেলোর সিসিপির নির্যাতন, স্বাস্থ্যসেবায় বাধা এবং গ্রেপ্তারদের জোরপূর্বক গুম বিশেষ করে উইঘুর ইসলামিক স্কলার ইলহাম থোতির গুমের ওপর উদ্বেগ প্রকাশ করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন