জাতীয় টেলিভিশন বিটিভিকে ফ্যাসিবাদমুক্ত করার দাবি জানিয়েছে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন। জুলাই গণহত্যায় জড়িত অভিযোগে বিটিভির মুখ্য বার্তা সম্পাদক মুন্সী ফরিদুজ্জামান, উপ-মহাপরিচালক (বার্তা) সৈয়দা তাসমিনা আহমেদ ও নির্বাহী প্রযোজক শামসুল আলমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং তাদের বিদেশে পালিয়ে যাওয়া রোধে নিষেধাজ্ঞা জারির দাবি জানানো হয়।
সোমবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন শেষে সংগঠনটির পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে সংগঠনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার আস্থাভাজন কর্মকর্তারা এখনো বিটিভিতে বহাল রয়েছেন। উল্টো বিটিভি নিউজের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সাবেক সদস্য মুন্সী ফরিদুজ্জামানকে। এ ছাড়া, ২০২৪ সালের ৭ জুলাই ছাত্র আন্দোলন দমনে প্রচারিত মিথ্যা সংবাদ কমিটির প্রধান করা হয় নির্বাহী প্রযোজক শামসুল আলমকে, যিনি বর্তমানে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে কাজ করছেন।’
অলিদ বিন সিদ্দিক অভিযোগ করেন, ‘দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মহসিনের প্রভাবে তার স্ত্রী তাসমিনা আহমেদ ও মুন্সী ফরিদুজ্জামান এখনো প্রভাব খাটিয়ে যাচ্ছেন। তাদের অনুসারীদের হাত ধরে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের কাছে যাচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।’
তিনি আরও বলেন, ‘২০২৪ সালের জাতীয় নির্বাচনে বিটিভির সংবাদ কাভারেজে সাড়ে চার কোটি টাকা অপচয়ের প্রমাণ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এই অপচয়ের দায় কোনোভাবেই ফরিদুজ্জামান ও তাসমিনা এড়িয়ে যেতে পারেন না। তবুও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
মানববন্ধনে বক্তারা অবিলম্বে উল্লিখিত তিন কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের বিদেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারির দাবি জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান ও ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. মঞ্জুর হোসেন ঈসা। এতে আরও বক্তব্য দেন জুলাই আন্দোলনের যোদ্ধা ও যুগ্ম আহ্বায়ক হাসান আরিফ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির আপ্যায়ন সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের সিনিয়র রিপোর্টার সলিমউল্লাহ মেজবাহ, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম জাফর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম কাজল, স্থায়ী সদস্য খান কামরুল হুসাইন, সদস্য দিলিপ কুমার, সদস্য জাহাঙ্গীর আলম ও সাংবাদিক রোজিনা আক্তার প্রমুখ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন