ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫

বিদ্যুৎস্পর্শে মৃত্যু

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ১২:৪৫ এএম

বাগেরহাটের ফকিরহাটে ইজিবাইক চার্জ দেওয়ার সময় শেখ তরিকুল ইসলাম (২৭) নামে এক চালক বিদ্যুৎস্পর্শে নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বারাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানভীর মাহমুদ অনিক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ইজিবাইক চালক শেখ তরিকুল ইসলাম (২৭) ফকিরহাট সদর ইউনিয়নের বারাশিয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে। পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে শেখ তরিকুল ইসলাম তার ইজিবাইক চার্জে দেওয়ার সময় এ ঘটনা ঘটে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানভীর মাহমুদ অনিক জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই ইজিবাইক চালক তরিকুল ইসলামকে নিয়ে আসেন তার পরিবার। তাকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তিনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি বিদ্যুৎস্পর্শ হয়ে মারা গেছেন।