বগুড়ার সারিয়াকান্দিতে দুই শতাধিক গ্রাহকের কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও আনিছ সমিতির আনিছ। এ ঘটনায় গতকাল রোববার সকালে উপজেলার প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। তারা আনিছকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর অভিযোগ দিয়েছেন। মানববন্ধনে বক্তব্য দেন গ্রাহকদের মধ্যে আব্দুল হামিদ, এনামুল ইসলাম, ফকির মিয়া, আপেল মিয়া, জনি বেগম, মোহাম্মদ মুসা, সেলিনা বেগম, জাহানারা বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সারিয়াকান্দি সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের মৃত আহম্মদ আলী ম-লের ছেলে আনিছ মিয়ার কাছে মাসিক সমিতি করেন পারতিত পরল এবং হিন্দুকান্দি গ্রামের দুই শতাধিক গ্রাহক। গত সাত বছর ধরে তারা সমিতিতে বিভিন্ন অঙ্কের টাকা মাসিক জমা দেন। এতে একেকজনের এক লাখ থেকে শুরু করে ১৭ লাখ টাকা পর্যন্ত সমিতিতে জমা হয়েছে। কয়েক দিন আগে আনিছ গ্রাহকের জমা করা সমিতির সাত থেকে আট লাখ টাকা নিয়ে উধাও হয়েছে। অতি দ্রুত তারা প্রতারক আনিছকে গ্রেপ্তার করে তার বিচার দাবি করেছেন। এ সময় গরিব-দুঃখী খেটে খাওয়া মানুষের টাকা ফেরত পেতে তারা সরকারের সহযোগিতা কামনা করেন।
ভুক্তভোগী গ্রাহক জনি বেগম বলেন, নিজে কষ্ট করে ভবিষ্যতের জন্য আনিছের সমিতিতে প্রতি মাসে টাকা সঞ্চয় করেছি। এখন সেই টাকাগুলো নিয়ে সে লাপাত্তা হয়েছে। আমরা প্রতারক আনিছের কাছ থেকে আমাদের কষ্টের টাকা ফেরত পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এ বিষয়ে সারিয়াকান্দির ইউএনও শাহরিয়ার রহমান বলেন, গ্রাহকদের একটি অভিযোগপত্র আমরা হাতে পেয়েছি। অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :