ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

ঢাকা ব্যাংকের ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ১২:৫৩ এএম

গত বৃহস্পতিবার ঢাকা ব্যাংক পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা মোতাবেক ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান আবদুল হাই সরকার। অন্যদের মধ্যে প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও স্পনসর এ টি এম হায়াতুজ্জামান খান, পরিচালকবৃন্দ এবং ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মাদ মারুফ উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের শেয়ারহোল্ডাররা ২০২৪ সালের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেন।