ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫

জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি ও বর্ণাঢ্য র‌্যালি  

রূপালী ব্যাংক পিএলসি

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ১২:৪৭ এএম

জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে রূপালী ব্যাংক পিএলসিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার মতিঝিলে ব্যাংকের নিজস্ব জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ড. দেলোয়ার হোসেন। এ সময় ব্যাংকের ডিএমডি হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন ও মো. নোমান মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ কর্মসূচিতে অংশ নেন।