ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫

ত্রাণ বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০২:৩০ এএম

ভারত থেকে আসা উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে তীরবর্তী নিম্নাঞ্চল। এতে নদীপারের ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে গিয়ে দুর্ভোগে পড়ে হাজারো মানুষ। এ অবস্থায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে লালমনিরহাট জেলা বিএনপি।

গতকাল দুপুরে জেলার রাজপুর ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় প্রায় ৫ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল ও ১ কেজি তেল দেওয়া হয়। ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, ইকবাল হোসেন, রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজার রহমান লিটন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।