ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

রাজধানীর ৫ সিসা বারে অভিযান, গ্রেপ্তার ৬

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০৮:৪০ পিএম
ছবি- সংগৃহীত

রাজধানীর গুলশান ও বনানী এলাকার ৫টি সিসা বারে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় ৩ কেজি সিসা, ৫টি সিসা সেবনের হুক্কা, ২ লিটার বিদেশি মদ, ১২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপ-পরিচালক শামীম আহম্মেদ। 

গ্রেপ্তাররা হলেন- মো. মাসুম বিল্লা (২৮), মো. রাব্বি (২২), মো. জুলহাস (২৭), রিজোয়ান রোজারীও (৪৫), মো. নাছির উদ্দিন (৪৭) ও নয়ন হোসেন (২০)।

শামীম আহম্মেদ বলেন, শনিবার (১১ অক্টোবর) গুলশানের মনটানা লাউঞ্জ এবং বনানীর দ্য সিলভার লাউঞ্জ, সেলসিয়াস, এক্সটিক ও ইউনিক রিজেন্সী হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে মনটানা লাউঞ্জ থেকে ৩ কেজি অবৈধ শিসা, ৫টি সিসা সেবনের হুক্কা, ২ লিটার বিদেশি মদ, ১২ ক্যান বিয়ার ও সিসা বিক্রির ১২ হাজার ৮৭০ টাকাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও দুইজন পালিয়ে যান।