ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

ঢামেকের সামনে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০৪:১০ পিএম
ছবি- সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের সামনে থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঢামেকের জরুরি বিভাগের সামনে থেকে অচেতন ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতা জনিত কারণেই তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, নিহত ওই ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।