রাজধানীর কামরাঙ্গীরচরে বিশেষ অভিযান পরিচালনা করে ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১২ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেপ্তাররা হলেন: মো. ফালাহ (২৮), পারভেজ (২৫), সাকিল (২০), মো. আলী (২৩), সাদ্দাম (৪৭), আব্দুল আলী (৩৮), রাতুল (২০), শাহাবুদ্দিন (৫৫), শাওন (২০), সুমন (৩০), রিদওয়ান (২৪), রিদয় (২৫), শাহিন (২৪), রবিউল (২৬), সাদ্দাম (৩০), মেহেদী হাসান (২১), শাওন (১৯), লিমন (১৯), সাকিব মন্ডল (১৯), সাগর (৩০), সাগর (১৯), নান্টু (২২), জলিল শেখ (৬২), মো. নজরুল ইসলাম বাচ্চু (৩৬), শাহাদাত (২২) এবং মো. দুলাল (২৮)।
থানা সূত্রে জানা গেছে, শনিবার (১১ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে ওই থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।