ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে ‘ট্রেইনার্স মিট ২০২৫’ অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৩:৫৫ পিএম
ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে ‘ট্রেইনার্স মিট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সৌজন্য ছবি

ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে ‘ট্রেইনার্স মিট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার শন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে দেড় শতাধিক প্রশিক্ষক, অভিজ্ঞ পেশাজীবী এবং প্রশিক্ষণ ও উন্নয়ন খাতের নেতৃস্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

‘যখন ট্রেইনাররা একত্রিত হয়, পরিবর্তন তখন শুরু হয়’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম হাসান রিপন, প্রতিষ্ঠাতা ও নির্বাহী সহসভাপতি ইউসুফ এফতি, সাধারণ সম্পাদক লায়লা নাজনিন, কোষাধ্যক্ষ মেজর (অব.) ডেল এইচ খানসহ ড. মোশাররফ হোসেন, এজাজুর রহমান, নিলুফার ইয়াসমিন, গুলাম সামদানি ডন, ইকবাল বাহার এবং জি এম কামরুল হাসানসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।