মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মতো গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সেবাকে আরও সুরক্ষিত করতে এবং অপরাধমূলক কর্মকা-ে এর ব্যবহার প্রতিরোধে ধারাবাহিক কর্মশালার অংশ হিসেবে এবার চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ’ শীর্ষক কর্মশালা। চট্টগ্রামে কর্মশালাটি উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আহসান হাবিব পলাশ, বিপিএম-সেবা। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিকাশের উপদেষ্টা ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অব.) ড. মো. নাজিবুর রহমান।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন