ঢাকা বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৩:৫৯ এএম

সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। গেস্ট অব অনার ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান ও অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম।