গাজীপুরের শ্রীপুর পৌর শহরের ব্যস্ততম এলাকা মাওনা চৌরাস্তা ময়লামুক্ত করতে অভিনব উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আকন্দ ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উড়ালসড়কের নিচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে ফাউন্ডেশনের শত শত তরুণ। জানা যায়, দীর্ঘদিন ধরে মাওনা চৌরাস্তার নিচের স্থানটি ছিল ময়লা-আর্বজনা, প্লাস্টিক ও নোংরা বর্জ্যের ভাগাড়। এ স্থান দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করলেও দুর্গন্ধ ও নোংরা পরিবেশের কারণে চৌরাস্তাটি ছিল একপ্রকার অচলাবস্থায়। এবার এ স্থানকেই নতুনভাবে সাজানোর উদ্যোগ নিল স্থানীয় তরুণরা। আকন্দ ফাউন্ডেশনের ব্যানারে বেলা ১১টার দিকে শুরু হয় পরিচ্ছন্ন অভিযান। এতে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ও তরুণ স্বেচ্ছাসেবী অংশ নেন।