ভারতের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন মিচেল স্টার্ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি তিনি। তবে ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে তাকে স্কোয়াডে রাখা হয়েছে। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৯ অক্টোবর, পার্থে। এই সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের অস্ট্রেলিয়া দলে স্টার্কের পাশাপাশি ফিরেছেন ম্যাথু শর্ট ও মিচেল ওয়েন। শর্ট সাইড স্ট্রেইন এবং ওয়েন কনকাশন থেকে সেরে উঠেছেন। এ ছাড়া দলে ডাক পেয়েছেন ম্যাথু রেনশও। দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মিচেল মার্শ। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স এই ওয়ানডে সিরিজ থেকে বিরতি নিয়েছেন। আগামী ২১ নভেম্বর শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের আগে ফিটনেস ফিরে পাওয়াই তার লক্ষ্য। ক্রিকেট অস্ট্রেলিয়া আসন্ন ২০২৬ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ২৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের দলও ঘোষণা করেছে।
অস্ট্রেলিয়া ওয়ানডে স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেরি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মিচেল ওয়েন, ম্যাথু রেনশও, ম্যাথু শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি স্কোয়াড (প্রথম দুই ম্যাচ): মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেম্যান, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা।