বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমানকে এই অ্যাসোসিয়েশনের দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ২৪ জুলাই এ-সংক্রান্ত অফিস আদেশ দেওয়া হয়। ওই আদেশে বলা হয়, ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটি সংগঠনটিতে কেন প্রশাসক নিয়োগ করা হবে না, সেই মর্মে কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি।
ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও নির্বাহী সচিবের পরস্পর বিরোধী বৈরী লিখিত বক্তব্য থেকে প্রতীয়মান হয় যে, সংগঠনটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দেশে সার উৎপাদনকারী, আমদানিকারক ও ডিলাররা আতঙ্কের মধ্যে আছেন বলেও ওই আদেশে বলা হয়।
যে কারণে অ্যাসোসিয়েশনের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত করার জন্য বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদ বাতিল করে সরকারের অনুমোদনক্রমে প্রশাসক নিয়োগ করা হলো। এই প্রশাসক ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।