ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

উত্থান শেষে ফের পতনে পুঁজিবাজার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৯:৪২ এএম

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহের পাঁচ কর্মদিবসই ছিল উত্থানে। লেনদেন বাড়ার সঙ্গে বেড়েছিল সব সূচক। একই সঙ্গে গত সপ্তাহের বাজার মূলধনও বেড়েছিল প্রায় ২০ হাজার কোটি টাকা। বিনিয়োগকারীর সেই উচ্ছ্বাস চলতি সপ্তাহে ধরে রাখতে পারেনি পুঁজিবাজার। উত্থান থেকে চলতি সপ্তাহে তিন কার্যদিবস আবার পতনবৃত্তে অবস্থান নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে মাত্র ৭১৭ কোটি টাকা।

ডিএসইর বাজার পরিসংখ্যানে গতকাল দেখা গেছে, টানা ৯ কার্যদিবস ঊর্ধ্বমুখী ছিল দেশের উভয় পুঁবিবাজার। এর পরে চলতি সপ্তাহে ফের দরপতন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম ও মূল্যসূচক কমেছে।

অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৬৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৪৩ প্রতিষ্ঠানের মধ্যে ৬৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৫১টির এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২৯ কোটি ৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬ কোটি ৫৬ লাখ টাকা।

অন্যদিকে, ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লেখিয়েছে ৮২টি প্রতিষ্ঠান, বিপরীতে দাম কমেছে ২৫০টির। আর ৬৪টির দাম অপরিবর্তিত রয়েছে। ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫১টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ১৩৯টির দাম কমেছে এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৩ পয়েন্ট কমে ৫ হাজার ২৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট কমে ১ হাজার ১৪৭ পয়েন্টে অবস্থান করছে। বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট কমে ২ হাজার ৪৪ পয়েন্টে নেমেছে।

মূল্যসূচক কমের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৭১৭ কোটি ৩২ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮০৫ কোটি ৩৯ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৮৮ কোটি ৭ লাখ টাকা।

লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে সিটি ব্যাংক। কোম্পানিটির ৫৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি টাকার। ২৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রবি।

এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছেÑ বাংলাদেশ শিপিং করপোরেশন, ব্যাংক এশিয়া, যমুনা ব্যাংক, কর্ণফুলী ইন্স্যুরেন্স, লাভেলো আইসক্রিম, ঢাকা ব্যাংক এবং মালেক স্পিনিং।

ডিএসইর ওয়েবসাইটে দেখা গেছে, চলতি বছরের ৪ জুন ডিএসইতে সর্বনি¤œ ২২৪ কোটি টাকা লেনদেন হয়েছে। সর্বনি¤œ লেনদেনের সেই রেকর্ড ভেঙে গত সপ্তাহজুড়ে উত্থানে ছিল পুঁজিবাজার। লেনদেন বাড়ায় সপ্তাহের পাঁচ দিনে মূলধন বেড়েছে অন্তত ২০ হাজার কোটি টাকা। সেই বৃত্ত ভেঙে এখন পতনে পুঁজিবাজার।