বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


আরশি প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১২:৫২ এএম

পূজার সাজে শরতের ছায়া

আরশি প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১২:৫২ এএম

পূজার সাজে শরতের ছায়া

শিউলি ফুলের গন্ধে ভোরের বাতাস, কাশফুলে মোড়া নদীর পাড় আর নীল আকাশে সাদা মেঘের খেলা, এই তো শরৎ। আর সেই শরৎ যেন এবার ধরা দিয়েছে দুর্গাপূজার সাজে, রঙে ও ছন্দে। ফ্যাশন হোক শাড়ি, কুর্তি বা গহনা, সর্বত্রই ফুটে উঠেছে ‘শান্ত সৌন্দর্য’।

শাড়িতে শরতের ছোঁয়া

এবারকার পূজায় বেছে নেওয়া শাড়িগুলোর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে জামদানি, মসলিন, আর বালুচরী। এই শাড়িগুলোয় ব্যবহৃত হয়েছে শরতের মতোই হালকা রঙ, অফ হোয়াইট, শিউলি কমলা, নরম নীল, আর হালকা হলুদ।

আধুনিক পোশাকে ফিউশন ছোঁয়া

তরুণদের ফ্যাশনে এবারের সবচেয়ে বড় সংযোজন ছিল কো-অর্ড সেট ও ফিউশন কুর্তি। কাপড় ধরনগুলোর মধ্যে আছে লিনেন বা কটন টপ, পালাজ্জো/স্কার্ট, শর্ট কুর্তি ও অ্যাসিমেট্রিকাল কাটের কুর্তায় হালকা কাজ, গলায় ওড়না নয়, বরং ম্যাচিং স্কার্ফ — যা পুরো লুকে যোগ করেছে এক ঝলক নতুনতা। শরতের হাওয়া যেন পোশাকেও ছুঁয়ে গেছে হালকা ও আরামদায়ক কাপড়ের মাধ্যমে।

রঙে এসেছে ঋতুর প্রতিচ্ছবি

এখন বৃষ্টি তাই এই সময়ের আবহাওয়া থাকে স্নিগ্ধ। এবারকার ফ্যাশনে যে রংগুলো সবচেয়ে বেশি দেখা গেছে শিউলি কমলা, কাশফুল সাদা, নীলাকাশের নীল, পাট-সবুজ, মাটির মতো ব্রাউন শুধু পোশাকে নয়, ব্যাগ, জুতা, চুড়ি, সবখানে এই রংগুলোর ছাপ।

গহনা ও সাজ: কমবেশি

এই পূজায় গহনার বেলায় ট্রেন্ড বলা যেতে পারে নতুনে পুরোনো যেমন- হাতে তৈরি টেরাকোটা গহনা, কাঠের বড় দুল ও পুঁতির মালা, রুপালি চুড়ি ও ব্রেসলেটে ন্যাচারাল লুক অন্যতম। এ ছাড়া মেকআপে প্রাধান্য পেয়েছে ন্যাচারাল টোন, হালকা ফাউন্ডেশন, মাটির রঙের লিপস্টিক, সামান্য কাজল, আর খোঁপায় শিউলি বা বেলি ফুল।

কেনাকাটার কেন্দ্রবিন্দু

পূজার আগে ঢাকার বিভিন্ন শপিং মলে ভিড় দেখা গেছে তরুণদের। ব্র্যান্ডগুলোর মধ্যে আরং, ইনফিনিটি, লা রিভ, ণবষষড়ি অন্যতম। অনলাইনের মধ্যে আছে নকশি বাজার, ঙঃযড়নধ.পড়স, উধৎধ-, লোকাল বুটিক ও অনলাইন পেজ থেকেও  কিনতে পারেন।

পূজার সাজ এবার আর কেবল চোখধাঁধানো রং নয়, বরং এক নরম, শান্ত, অথচ নান্দনিক উপস্থাপনা  ঠিক শরতের মতো। বাংলাদেশের দুর্গাপূজায় তাই এবারের ফ্যাশন শুধু পোশাকে নয়, বরং আবেগে, অনুভবে, আর ঋতুর ছায়ায় বাঁধা এক রঙিন উৎসব।

 

রূপালী বাংলাদেশ

Link copied!