আফগানিস্তানের তালেবান সরকারকে বিশ্বের প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। তালেবান সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। চার বছর আগে আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে তালেবানরা দেশটি শাসন করছে।
গত বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা আফগানিস্তানে নিযুক্ত নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে। এর মধ্য দিয়ে তালেবান সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করতে চায় রাশিয়া।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা বিশ্বাস করি, ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে আমাদের দেশগুলোর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ দ্বিপক্ষীয় সহযোগিতার বিকাশ গতিশীল হবে।’
তালেবান সরকারের পক্ষ থেকেও এই পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে কাবুলে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভের সঙ্গে বৈঠকের দৃশ্য দেখা যায়।
মুত্তাকি বলেন, ‘এই সাহসী সিদ্ধান্ত অন্য দেশগুলোর জন্য একটি দৃষ্টান্ত হবে।’ তিনি আরও বলেন, ‘স্বীকৃতির প্রক্রিয়া শুরু হয়েছে, আর রাশিয়া সবার আগে এই পথে হাঁটল।’
এর আগে ২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগের পর তালেবান দেশটির ক্ষমতা দখল করে। এরপর থেকে বিশ্বের কোনো দেশ তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে কূটনৈতিক পর্যায়ে কিছু দেশের সঙ্গে যোগাযোগ ও কার্যক্রম চলছিল।
রাশিয়ার এই স্বীকৃতির মাধ্যমে প্রথমবারের মতো তালেবান সরকার আন্তর্জাতিক অঙ্গনে আনুষ্ঠানিক বৈধতা পেল। বিশ্লেষকদের মতে, এটি আফগানিস্তানের রাজনৈতিক ভবিষ্যতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে।
এদিকে রাশিয়ার এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের কড়া নজরদারিতে পড়তে পারে। ২০২১ সালের আগস্টে ক্ষমতা গ্রহণের পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত তালেবান সরকারকে সমর্থন দিতে অস্বীকৃতি জানায় ওয়াশিংটন।
আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের কয়েক বিলিয়ন ডলারের সম্পদ অবরুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। দেশটি তালেবানের কিছু শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে আফগানিস্তানের ব্যাংকিং খাত আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
২০২৪ সালের জুলাই মাসে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তালেবানকে ‘সন্ত্রাসবিরোধী লড়াইয়ের মিত্র’ বলে আখ্যা দেন। এপ্রিল মাসে রাশিয়ার সর্বোচ্চ আদালত তালেবানের ওপর থেকে ‘সন্ত্রাসী’ আখ্যা তুলে নেন।

 
                             
                                    -20250704141004.webp)
-20250704104237.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                    -20251031020255.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন