ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫

নির্বাচনী প্রতীক শাপলা না পেলে লড়াইয়ের ঘোষণা এনসিপির

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ১১:০২ পিএম

নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
এ সময় তিনি বলেন, ‘নির্বাচনি প্রতীক হিসেবে আমাদের শাপলা ছাড়া বিকল্প অপশন নেই। আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয়, সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব।’
একই সঙ্গে বর্তমান নির্বাচন কমিশনকে পুনর্গঠনের দাবি তুলেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোওয়ারী। তিনি বলেন, ‘নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। ইসি পুনর্গঠনের আইনের পরিবর্তন আনতে হবে এবং ইসিতে যারা ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদের রাখা যেতে পারে।’
গতকাল রোববার সিইসির সঙ্গে বৈঠকে অংশ নেন এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধিদল। নাসীরুদ্দীন পাটোয়ারী ছাড়া অন্যরা হলেনÑ এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ।
এদিকে, ‘শাপলা’কে দলীয় প্রতীক হিসেবে আইনগত কোনো বাধা নেই বলে দাবি করেন দলটির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম। তিনি জানান, শাপলা পেতে নতুন করে আবেদন করা হয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ তুলে বলেন, বর্তমান ইসি দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছে, এই ইসি পুনর্গঠন করতে হবে। 
জাতীয় প্রতীক শাপলা হলে এনসিপি একই প্রতীক দাবি করতে পারে কি নাÑ এমন প্রশ্নে জহিরুল ইসলাম বলেন, শুধু শাপলা জাতীয় প্রতীক নয়, বরং এটি জাতীয় প্রতীকের একটি অংশ। জাতীয় প্রতীকে শাপলা ছাড়াও পাট পাতা, ধানের শীষ ও তারকা চিহ্ন আছে। এই প্রতীকগুলো অন্যান্য রাজনৈতিক দল ব্যবহার করছে। আর জাতীয় প্রতীকে নির্দিষ্ট রং ও মাপের বিষয় আছে। সে ক্ষেত্রে তারা কমিশনের নজরে এনেছেন, প্রতীক হিসেবে শাপলা পেতে তাদের আইনি কোনো বাধা নেই।
এ ছাড়া আলোচনায় এনসিপির প্রতিনিধিদল নির্বাচন কমিশনের তালিকা থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি জানিয়ে জহিরুল ইসলাম বলেন, যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে, সে অনুযায়ী কমিশনের তালিকা থেকে নৌকা প্রতীক বাদ দেওয়ার কথা। তারা সেটা ইসির নজরে এনেছেন। কমিশন বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবে বলে জানিয়েছে।
এর আগে, গত বুধবার ‘শাপলা’কে নির্বাচনি প্রতীক হিসেবে বিধিমালায় তপশিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এর ফলে কোনো রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ পাবে না। এনসিপির আবেদনে প্রতীক তালিকায় শাপলা ছাড়াও ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ রাখা হয়েছে। গত ২২ জুন এনসিপি নিবন্ধনের আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। বর্তমানে ৫১টি (নিবন্ধন স্থগিত আওয়ামী লীগসহ) দল নিবন্ধিত দল আছে। বাকি প্রতীকগুলো স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য নতুন দলগুলোকে বরাদ্দ দেওয়া হবে। এদিকে, জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তপশিলে শাপলা ছাড়াই ১১৫টি প্রতীক সংরক্ষণের নীতিগত সিদ্ধান্ত নেয় ইসি, যা ওইদিনই আইন মন্ত্রণালয়ে ভোটিংয়ের জন্য পাঠানো হয়।