ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫

চুল টেনে লাল কার্ড খেলেন পিএসজি তারকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৪:৫৩ এএম
কুকুরেয়ার চুল টেনে লাল কার্ড খেলেন নেভেস। ছবি- সংগৃহীত

ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে দাপট দেখিয়ে ৩–০ ব্যবধানে প্যারিস সাঁ-জার্মেইনকে (পিএসজি) হারিয়েছে চেলসি। তবে ম্যাচের শেষ ভাগে উত্তেজনা ছড়ায় চুল টেনে ফাউল ও কোচের গায়ে হাত তোলা।

খেলার দ্বিতীয়ার্ধে গোল করতে মরিয়া হয়ে ওঠা পিএসজি ক্রমেই হারিয়ে ফেলছিল ছন্দ ও ধৈর্য। ম্যাচের ৮৫তম মিনিটে নিজেদের রক্ষণে চাপ প্রয়োগ করেন চেলসির স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়া।

তখন পিএসজির মিডফিল্ডার জোয়াও নেভেস হঠাৎ করেই কুকুরেয়ার মাথার চুল টেনে ধরেন। কুকুরেয়া মাটিতে পড়ে যান।

এবং রেফারি আলিরেজা ফাঘানি শুরুতে হলুদ কার্ড দেখালেও, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (VAR) হস্তক্ষেপে সিদ্ধান্ত পরিবর্তন করে সরাসরি লাল কার্ড দেখান।

ফলে ১০ জনের দলে পরিণত হয় পিএসজি, যাদের রাতটা এর মধ্যেই দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। এই ঘটনার পর নেভেস সোজা ড্রেসিং রুমে চলে যান। কোচ লুইস এনরিকেও তখন কোনো পরিবর্তন আনেননি মাঝমাঠে।

ম্যাচ শেষে উত্তেজনা যেন থামতেই চাইছিল না। চেলসির নতুন খেলোয়াড় জোয়াও পেদ্রোর সঙ্গে হাতাহাতিতে জড়ান পিএসজি কোচ লুইস এনরিকে।

তাকে দেখা যায় পেদ্রোর গলা বা ঘাড়ের দিকে হাত তুলতে, যা কোচের জন্য বড় ধরনের শাস্তির কারণ হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দুই দলের কর্মকর্তারা।

ম্যাচ জুড়ে ২৭টি ফাউল হয়—এর মধ্যে চেলসি করে ১৫টি আর পিএসজি ১২টি। বিশেষ করে কোল পামারের প্রথম গোল উদযাপন ঘিরে দুই দলের খেলোয়াড়দের মধ্যে শুরু থেকেই উত্তেজনা দেখা দেয়।