ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ করেছে বিএনপি। অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি বেনজীর আহমেদের নামও উল্লেখ করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে চিফ প্রসিকিউটরের কাছে এ অভিযোগ দায়ের করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও তথ্য সেলের সমন্বয়ক সালাহউদ্দিন খান। এ সময় তার সঙ্গে ভুক্তভোগীরাও ছিলেন।
২০১৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের আগ পর্যন্ত সংগঠিত ১১টি গুমের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী হাসিনাসহ তৎকালীন সরকারের শীর্ষ পদে থাকা ১৬ জনের জড়িত থাকার অভিযোগ জানানো হয়েছে। শুধু বিএনপি করার অপরাধে তাদের বিগত সরকারের সময় নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আশ্বস্ত করেন, তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আওয়ামী লীগ সরকারের আমলে শত শত মানুষ গুম হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। তবে সরকার পরিবর্তনের পর গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গঠিত হয় তদন্ত কমিশন। সেই কমিশনের মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এরই মধ্যে দুটি প্রতিবেদন জমা দিয়েছে গুম কমিশন।
অভিযোগের তালিকায় থাকা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, জিয়াউল হাসান, সাইদ মাসুদ, আকবর হোসেন, সারওয়ার বিন কাশেম। অভিযোগে সাক্ষীর তালিকায় ১১ জনকে রাখা হয়েছে।
অভিযোগ জমা দেওয়ার পর ঝালকাঠি নলছিটির বাসিন্দা মোহাম্মদ আলী খান বলেন, আমি ৫ বছর ৩ মাস ১৩ দিন আটক ছিলাম। আমার গার্মেন্টস ব্যবসা ছিল। গুমের শিকার হয়ে আমরা ব্যবসা হারিয়েছি। ভুক্তভোগীরা জানান, শুধু বিএনপি করার অপরাধে তাদের বিগত সরকারের সময় নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে। তারা এর বিচার চান।