শনিবার, ১৯ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক ও গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ১২:০৯ এএম

আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

রূপালী প্রতিবেদক ও গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ১২:০৯ এএম

আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের হামলা, অগ্নিসংযোগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তুমুল সংঘাতের ঘটনার তিন দিন পার হলেও এখনো স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। গতকাল শুক্রবার কারফিউর মধ্যে জেলা শহরের প্রধান সড়কগুলো ছিল প্রায় ফাঁকা। খুব কমসংখ্যক ছোট যানবাহন ছাড়া অন্য কোনো কিছুর চলাচল চোখে পড়েনি। শহরের অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সাধারণ ক্রেতা ও সেবাপ্রত্যাশীরা দুর্ভোগে পড়েছেন। এদিকে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা ও সহিংসতার ঘটনায় জারি করা কারফিউর সময় আবারও বাড়ানো হয়েছে। গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানায় জেলা প্রশাসন। তাতে বলা হয়, চলমান কারফিউ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত বহাল থাকবে।

অন্যদিকে এনসিপির কর্মসূচি ঘিরে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচে। এনসিপির পদযাত্রা-সমাবেশ ঘিরে ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরসহ অন্যান্য অভিযোগে এখন পর্যন্ত ১৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোহাম্মদ আব্দুল বাছেদ গ্রেপ্তাররের বিষয়টি নিশ্চিত করেন।

গোপালগঞ্জে চলছে যৌথ বাহিনীর অভিযান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযান চলছে। গতকাল শুক্রবার সকাল পর্যন্ত মোট ৪৫ জনকে আটক করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের মামলায় গ্রেপ্তার অন্তত ৯০ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ ঘিরে গোপালগঞ্জে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় মুকসুদপুরে ৬৭ জন ও কাশিয়ানীতে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোহাম্মদ আব্দুল বাছেদ বলেন, ‘১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় সদর থানায় দায়ের হওয়া মামলা ও কাশিয়ানী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরির মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।’
গোপালগঞ্জ সদর থানার দায়ের হওয়া মামলার বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, ‘এনসিপির কর্মসূচি ঘিরে পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া, ভাঙচুর, হামলা ও সহিংসতা চালানোর ঘটনায় বৃহস্পতিবার রাতে সদর থানার পুলিশ পরিদর্শক আহম্মেদ আলী বাদী হয়ে ৭৫ জনের নাম উল্লেখ এবং বাকি সব অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়।

পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ৫৭৫ : এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে পুলিশের ওপর হামলা, গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ ৭৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করা হয়েছে।  গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহমদ বিশ্বাস বাদী হয়ে মামলাটি করেন।  

গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৫: এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় আরেকজন মারা গেছেন। গত বুধবার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ রমজান মুন্সী (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে

চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে মারা গেছেন।
গোপালগঞ্জে নদীপথে কোস্ট গার্ড ও নৌবাহিনীর টহল জোরদার

অন্যদিকে গোপালগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে নদীপথে টহল জোরদার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী।

গতকাল শুক্রবার কোস্ট গার্ড সদর দপ্তরের লেফটেন্যান্ট কমান্ডার (মিডিয়া কর্মকর্তা) হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, সম্প্রতি গোপালগঞ্জে এনসিপির নেতাদের ওপর সংঘটিত হামলার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে দুষ্কৃতিকারীরা নদীপথ ব্যবহার করে যেন পালিয়ে যেতে না পারে, সেই লক্ষ্যে গোপালগঞ্জ জেলার নদীপথে বিশেষ টহল পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী। তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর সদস্যরা দিনরাত টহল চালিয়ে যাচ্ছে। সন্দেহভাজন নৌযানে তল্লাশি, যাত্রী পরিচয় যাচাই ও সন্দেহভাজন গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার।

উল্লেখ্য, সারা দেশে মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। এর আগে মঙ্গলবার (১৫ জুলাই) রাতে তারা এটিকে ‘লংমার্চ টু গোপালগঞ্জ’ হিসেবে নামকরণ করেন। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে। গোপালগঞ্জের স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এটি প্রতিহতের ঘোষণা দেন।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!