শনিবার, ১৯ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ১২:১১ এএম

মুন্সীগঞ্জে পথসভায় নাহিদ

গোপালগঞ্জের মতো ১০ জায়গায় হামলা করেও দমানো যাবে না

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ১২:১১ এএম

গোপালগঞ্জের মতো  ১০ জায়গায় হামলা করেও দমানো যাবে না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গোপালগঞ্জে যে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরও ১০টা জায়গায় এরকম হামলা চালিয়েও আমাদের দমানো যাবে না। মুন্সীগঞ্জবাসী, আমরা মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ ঘোষণা করেছি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদের বিলোপ সাধনে যে লড়াই আমরা শুরু করেছি, এ লড়াই সমাপ্ত না করে আমরা থামব না।’

মুন্সীগঞ্জের হাজারো প্রবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আমরা মনে করি, প্রবাসীরা বাংলাদেশের অংশ। আমরা তাদের ভোটাধিকার নিশ্চিত করব। আমরা নতুন বাংলাদেশের জন্য লড়াই করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা সেই লড়াইয়ে জিতব। আমাদের ওপরে আল্লাহ রয়েছে এবং সঙ্গে বাংলাদেশের মানুষ ও মুন্সীগঞ্জের প্রতিবাদী জনগণ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা সচেতন হোন। গণঅভ্যুত্থানে আপনার সন্তান জীবন দিয়েছে। এখন থেকে আপনাদের কথা বলতে হবে। এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায় আপনারা প্রতিবাদ করুন। ইনশাআল্লাহ আমরা যখন প্রতিবাদ করতে শিখেছি, আমরা আমাদের সব অধিকার ও মর্যাদা আদায় করব।’
এ সময় এনসিপির উত্তরের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘গোপালগঞ্জে হামলার নির্দেশদাতা, জুলাই অভ্যুত্থানের গণহত্যার নির্দেশদাতা, বিডিআর হত্যাকা-ের নির্দেশদাতা, শাপলাচত্বরে হত্যার নির্দেশদাতা দিল্লিতে বসে থাকা হাসিনাকে এই বাংলাদেশে এনে বিচারে আওতায় আনতে হবে। প্রিয় সহযোদ্ধারা, একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে পথে চলা শুরু করেছি, এই পথচলা ভারত সিন্ডিকেটের বিরুদ্ধে। এই পথচলায় সবচেয়ে বেশি ফ্যাসিস্ট দোসরদের বাধা আসবে। আমাদের ঐক্যবদ্ধভাবে সেই বাধা মোকাবিলা করতে হবে। আমরা বিশ্বাস করি, আমাদের এই লড়াইয়ে এই মুন্সীগঞ্জের সাহসী সন্তানেরা যেভাবে জুলাইয়ে রাজপথে লড়াই করেছে, আগামীর বাংলাদেশও তারা এভাবে লড়াই করবে।

এনসিপির দক্ষিণের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একসঙ্গে কাজ করতে হবে। আমরা যে সংস্কার চাইছি, নির্দিষ্ট কোনো দলের পক্ষে নয় কিংবা নির্দিষ্ট কোনো দলের বিপক্ষকেও নয়; বরং এই সংস্কার হচ্ছে বাংলাদেশের পক্ষে ও জনগণের পক্ষে। অতীতে আমরা দেখেছি, দেশটা নেতানির্ভর হয়ে গেছে। আমরা চাই আমাদের পরবর্তী বাংলাদেশ কোনো নেতানির্ভর না হোক। পরবর্তী বাংলাদেশ হবে নীতিনির্ধারণের বাংলাদেশ। আর এই বাংলাদেশ বিনির্মাণে আমাদের তরুণ প্রজন্মকে একসঙ্গে ঐক্যবদ্ধ করতে হবে। কোনো গোলামিকে প্রশ্রয় দেওয়া যাবে না। নেতা ভুল করতে পারে নাÑ এ কথা সঠিক নয়। নেতা ভুলের ঊর্ধ্বে নয়।’

তিনি আরও বলেন, ‘মনে রাখতে হবে, সব সময় আমাদের রাষ্ট্র হচ্ছে প্রধান। আমাদের নীতিনির্ভর দেশ পরিচালনা করতে হবে। সেই জন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা রয়েছেন, এখানে ডাক্তার-ইঞ্জিনিয়ার রয়েছেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছে, যুবশক্তি, কৃষক, তরুণ প্রজন্মের মানুষ রয়েছেন, আলেম-ওলামা রয়েছেন, শ্রমিক ও নারীরা রয়েছেন। আমাদের সবাইকে একটা নীতিভিত্তিক রাষ্ট্র তরুণ প্রজন্মের জন্য গড়ে যেতে হবে।’

এর আগে সময়ের স্বল্পতার কারণে কেন্দ্রীয় নেতাদের ছাড়াই জুলাই পথসভা করেন মুন্সীগঞ্জের স্থানীয় এনসিপির নেতাকর্মীরা। কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে কটাখালী সড়ক হয়ে সুপারমার্কেট চত্বর দিয়ে কৃষি ব্যাংকের সামনে পথসভা মঞ্চে জড়ো হন, পরে কেন্দ্রীয় নেতাকর্মীরা আসেন। এ সময় তাদের ফুল দিয়ে মঞ্চে ওঠানো হয়।
মুন্সীগঞ্জ জেলা এনসিপি সমন্বয়ক কমিটির আহ্বায়ক মাজেদর ইসলামের সভাপতিত্বে পথসভায় দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ অর্ধশতাধিক কেন্দ্রীয় নেতা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে মুন্সীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের পর নিহত শহিদ ও আহত যোদ্ধাদের সুস্থতা কামনা করে দোয়া করেন।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!