গাজীপুরে গত বৃহস্পতিবার এক সাংবাদিককে কুপিয়ে হত্যার পরবর্তী ৪৮ ঘণ্টা না পেরোতেই শ্রীপুরে এলোপাতাড়ি কুপিয়ে একজনকে হত্যার ঘটনা ঘটেছে। অন্য আরেকটি ঘটনায় মহানগরীর রেল ব্রিজের নিচ থেকে এক অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একটি হত্যার রেশ কাটতে না কাটতেই আরেকটি হত্যা ও অজ্ঞাত নারীর লাশ উদ্ধারে নিরাপত্তা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে গাজীপুরবাসীদের মধ্যে। হঠাৎ করে গাজীপুর কেন ‘ক্রাইম জোন’ হয়ে উঠেছে তা নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে ব্যাপক আলোচনা।
ঘুমানোর আয়োজন নিয়ে ঝগড়ায় খুন : গাজীপুরের শ্রীপুরে উড়াল সেতুর নিচে ঘুমানোর জন্য পুরাতন ব্যানার ফেস্টুন বিছানো নিয়ে দুই ছিনতাইকারীর মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে একজনের ছুরিকাঘাতে অপর ছিনতাইকারী নিহত হয়েছে। নিহত মো. জুয়েল রানার (২৫) বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ঘটনায় অভিযুক্ত দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- রাকিব (২৫) ও মো. রবিন (২৭)। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, জুয়েল নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার ওসি মোহাম্মাদ আব্দুল বারিক জানান, গত শুক্রবার রাতে মাওনা চৌরাস্তা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নিচে ‘গল্গ ছড়ার চা ঘর’ নামে একটি অস্থায়ী চায়ের স্টলের পাশে ঘুমাতে যায় কয়েকজন যুবক। সেখানে পুরাতন ব্যানার ফেস্টুন বিছানো নিয়ে নিহত জুয়েলের সঙ্গে অভিযুক্ত রাকিব ও রবিনের সঙ্গে বাগবিদণ্ডা হয়।
একপর্যায়ে রাকিব উত্তেজিত হয়ে জুয়েলের বুকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। জুয়েলের চিৎকারে আশপাশের লোকজন এসে প্রথমে তাকে মাওনা চৌরাস্তা এলাকার একটি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, খবর পেয়ে মাওনা চৌরাস্তা এলাকায় টহলরত পুলিশ অভিযান পরিচালনা করে দুজনকে আটক করে।
রেল ব্রিজের নিচ থেকে নারীর লাশ উদ্ধার : একই দিন গতকাল শনিবার গাজীপুর মহানগরীর জয়পুর চাপুলিয়া ফাওকাল এলাকায় রেল ব্রিজের নিচ থেকে গতকাল সকাল ১০টার দিকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন বলেন, সকালে রেল ব্রিজ দিয়ে লোকজন হেঁটে যাওয়ার সময় ওই লাশটি পানিতে ভেসে থাকতে দেখেন। এ খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা লাশটি দেখার জন্য ঘটনাস্থলে ছুটে আসেন। ওই নারীর পরণে ছিল লাল রঙের সালোয়ার ও সোনালি রঙের জামা।
গাজীপুর মেট্রোপলিটন সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, ওই নারীকে ৩-৪ দিন আগে হত্যা করা হতে পারে। লাশটিতে পচন ধরায় তার হাতের ফিঙ্গার প্রিন্ট নেওয়া যায়নি। এখনো নিহতের পরিচয় কেউ শনাক্ত করতে পারেনি।
আপনার মতামত লিখুন :