ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

বললেন তারেক রহমান

পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৬:১৯ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি।

রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে গতকাল রোববার এ মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। এর মূল উপায় ভোট প্রয়োগের ব্যবস্থা করা।

আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে বেছে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার শুধু নির্বাচন ব্যবস্থা নয়, দেশের সব খাতকে ধ্বংস করেছে। নৃশংসভাবে দমন করেছে বিরোধী মতাবলম্বীদের। কিন্তু হাজারও মানুষের প্রাণের বিনিময়ে জুলাই অভ্যুত্থানে পতন ঘটেছে তাদের।

অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের পথে হাঁটছে উল্লেখ করে বলেন, এই নির্বাচনে বিএনপি জয়ী হবে। কিন্তু ক্ষমতায় গেলে বিএনপিকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। আর সবাইকে সাথে নিয়ে সেসব চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি। সেই সাথে, জনরায়ে ক্ষমতায় গেলে দেশকে নতুনভাবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমান আরও বলেন, ক্ষমতায় এসে দেশ-বিদেশে দক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষার আলো শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে হবে। তাদের ভবিষ্যতের জন্য গড়ে তুলতে হবে। তিনি বলেন, বিএনপির ওপর দেশের মানুষ আস্থা রাখতে চায়। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। শপথ নিতে হবে দেশের মানুষের আস্থা অর্জনের।

১৫ বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়। এ উপলক্ষে মহানগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে দলে দলে সকাল থেকেই আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিকেল ৫টার পর এতে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বৈরাচার পতনের মূল লক্ষ্যই ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। দেশকে নতুন করে গড়তে সামনে অনেক চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।