ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

জব্দ পাথর ফিরছে আবার

সিলেট ব্যুরো
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০১:৪৩ এএম
  • যৌথ বাহিনীর অভিযানে ৩৫ হাজার ঘনফুট পাথর জব্দ
  • আটক অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আলমগীর আলম

সিলেট জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ বাহিনীর অভিযানে ৩৫ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার দিনভর সিলেটের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর অংশগ্রহণে এ অভিযান চালানো হয়।

প্রশাসনের তথ্য অনুযায়ী, গতকাল প্রায় ১৩০টি গাড়ি তল্লাশি করা হয়। এর মধ্যে প্রায় ৭০টি ট্রাকে থাকা ৩৫ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। এসব সাদা পাথর ও জাফলং এলাকার নদীতে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। এর আগে গত বুধবার সাদা পাথর এলাকায় অভিযান চালিয়ে ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করে রাতেই সেখানে প্রতিস্থাপন করা হয় বলে জানান কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার।

জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, গতকাল উদ্ধার হওয়া পাথরের বড় অংশ ধলাই নদীতে ফেলার কাজ চলছে, যাতে নদীর প্রাকৃতিক প্রবাহ ও পরিবেশ পুনরুদ্ধার করা যায়। একই সঙ্গে পাথর লুটের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া অভিযানে লুট হওয়া প্রায় ২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে জাফলং জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়। এ সময় জাফলংয়ে পাথর পরিবহনে ব্যবহৃত ১০০টি নৌকা ধ্বংস করা হয়।

অন্যদিকে পাথর লুটপাটের ঘটনায় গতকাল সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলমকে আটক করেছে পুলিশ। 

এদিকে সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথর ও জাফলং এলাকায় পর্যটনবান্ধব পরিবেশ এখনো বজায় রয়েছে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মোহম্মদ শের মাহবুব মুরাদ। তবে পাথর লুটের ভয়াবহতা প্রসঙ্গে তিনি বলেন, পরিস্থিতি এখন সীমা ছাড়িয়ে গেছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

গতকাল দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করব আপনারা সাদা পাথরে আসুন। এখানকার পরিবেশ এখনো পর্যটনবান্ধব রয়েছে।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘৫ আগস্টের পর যেসব লুটপাটের ঘটনা ঘটেছে, তা আগের তুলনায় অনেক বেশি। বিষয়টি ভয়াবহ রূপ নিয়েছে।’ তিনি জানান, বিষয়টি নিয়ে জেলা পর্যায়ে একটি জরুরি সভা ডাকা হয় এবং এরই মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হয়েছে। চুরি হওয়া পাথর দ্রুত উদ্ধার করে নদীতে পুনঃস্থাপন এবং ভবিষ্যতে অপূরণীয় ক্ষতি রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

চেয়ারম্যান আলমগীর গ্রেপ্তার 

পাথর লুটপাটের ঘটনায় গতকাল সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলমকে আটক করেছে পুলিশ। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পট পরিবর্তনের পর গত এক বছরে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা।

জাফলংয়ে ২ হাজার ঘনফুট পাথর উদ্ধার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলং জিরো পয়েন্টে লুট হওয়া পাথর উদ্ধারে গতকাল সকাল থেকে অভিযান চালায় উপজেলা প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশে ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারীর নেতৃত্বে থানা পুলিশ ও বিজিবি যৌথভাবে এ অভিযান চালায়। এতে লুট হওয়া প্রায় ২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে জাফলং জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়।

ব্যবসায়ী ও রাজনৈতিক মহলের সম্মেলন

গত বুধবার বল্লাঘাট পিকনিক সেন্টারে পাথর রক্ষায় শ্রমিক ও ব্যবসায়ীদের এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বার্কি ও বালু চিপ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলু এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক। বক্তব্য দেন, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স, সাধারণ সম্পাদক মাসুদুল আলম রানা, ট্রাকচালক সমিতি ও পাথর উত্তোলন সমিতির নেতারা।

প্রশাসনের হুঁশিয়ারি ও আশ্বাস

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, ‘জাফলং জিরো পয়েন্ট থেকে রাতের আঁধারে লুট হওয়া পাথর স্বস্থানে প্রতিস্থাপনের জন্য অভিযান চলছে। প্রয়োজনে রাতভর অভিযান অব্যাহত থাকবে।’

সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা বলেন, ‘উদ্ধার করা পাথর পুনরায় নদীতে স্থাপন করা হবে, যাতে নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ পুনরুদ্ধার করা যায়।’